Ghorer Bioscope Awards 2025: ‘এটা থাকছে স্যর’, ‘ঘরের বায়োস্কোপ’ অ্যাওয়ার্ডের উদ্বোধনী মঞ্চে স্মৃতির পাতায় হাঁটলেন টিভি-৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য
TV9 Bangla Gharer Bioscope Award: কেন পুরোদস্তুর নিউজ চ্যানেল হওয়ার পরেও ঘরের বায়োস্কোপের মতো অনুষ্ঠানের ভাবনা সেই কথাও তুলে ধরেন টিভি-৯ বাংলার ম্য়ানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। কেন ‘হার্ড নিউজের’ বাইরে বেরিয়ে, কেন রাজনীতির কচকচানির বাইরে বেরিয়ে এই বিনোদনের জগতের রথী-মহারথীদের সম্মানিত করছে টিভি-৯ বাংলা সেই কথাও তুলে ধরেন তিনি।

কেটে গেল তিন তিনটে বছর। তৃতীয় বর্ষে পা দিয়ে দিল বাংলার টেলিভিশন ও ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। ১৪ ডিসেম্বরের সাঁঝবেলায় শহরের এক নামজাদা পাঁচতারা হোটেলে বসল চাঁদের হাট। বাংলার টেলিভিশন জগতের রথী-মহারথীদের উপস্থিতিতে আরও একবার ঝলমলে হয়ে উঠল ঘরের বায়োস্কোপের আসর। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তৃতায় খানিক স্মৃতিমেদুর হতে দেখা গেল টিভি-৯ বাংলার ম্য়ানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে।
গত দুই বছরের স্মৃতির পাতায় হাঁটতে হাঁটতেই টিভি-৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য বললেন, “এটা দেখে সত্য়ি ভাল লাগছে যে গত কয়েক বছরের মধ্যে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। এই অনুষ্ঠান এখন বাংলার বিনোদন জগতে একটা জায়গা করে নিতে পেরেছে। আসলে বাংলায় একটা কথা আছে, বারবার তিনবার। এটা আমাদের তৃতীয় বছর। তৃতীয় বছর যখন হয়ে গেল আর আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন তাতে মনে হচ্ছে এটা থাকছে। এখন তো স্যরের মরসুম। ওই রেশ টেনে বলতে বলতে গেলে বলতে হয়, এখন এটা থাকছে স্যর।”
কেন পুরোদস্তুর নিউজ চ্যানেল হওয়ার পরেও ঘরের বায়োস্কোপের মতো অনুষ্ঠানের ভাবনা, সেই কথাও তুলে ধরেন টিভি-৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। কেন ‘হার্ড নিউজের’ বাইরে বেরিয়ে, কেন রাজনীতির কচকচানির বাইরে বেরিয়ে এই বিনোদনের জগতের রথী-মহারথীদের সম্মানিত করছে টিভি-৯ বাংলা সেই কথাও তুলে ধরেন তিনি। মঞ্চ থেকেই বলেন, “প্রত্যেক বছরই একটা প্রশ্ন শুনি যে একটা নিউজ চ্যানেল গোটা বছর খবর করার পরও কেন এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়? আসলে সারাদিনই তো লড়াইয়ের খবর করি। কখনও সেটা থেকে রক্ত ঝরে, কখনও রাজনীতির লড়াই। এর বাইরে রুপোলি পর্দাটাকে কেমন যেন একটা অন্য জগৎ করে রেখে দিই। ওই জগৎ কেমন যেন একটা মায়াময় জগৎ, ওটা যেন স্বর্গ। কোনও কষ্ট থাকে না, শুধুই যেন মায়ার রাজত্ব। আসলে ওই জগতেও যে প্রচুর লড়াই থাকে, প্রচুর কষ্ট, প্রতিবন্ধকতা, কিছু কিছু ক্ষেত্রে অনাহারও থাকে। সেগুলির সঙ্গে লড়ে যাঁরা জয় পান তাঁদের সেই জয়কে উদযাপন করতেই এই ঘরের বায়োস্কোপের আয়োজন। রুপোলি পর্দার জগতের যে সংগ্রাম প্রতিনিয়ত চলছে, যে প্রতিবন্ধকতার সঙ্গে আপনারা লড়ছেন, আপনাদের সেই সাফল্যকেই টিভি৯ বাংলা উদযাপন করছে।”
