কোভিড আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

arunava roy |

Apr 24, 2021 | 9:59 PM

রিপোর্ট পজিডিভ আসার পর প্রথমে একটি হোটেলে তিনি নিভৃতাবাসে ছিলেন। আজ তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়।

কোভিড আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ ছুঁয়ে ফেলল সাহিত্যিক বুদ্ধদেব গুহকে। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সামান্য জ্বর থাকলেও বুদ্ধদেব গুহর শারীরিক অবস্থা স্থিতিশীল। রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে একটি হোটেলে তিনি নিভৃতাবাসে ছিলেন। আজ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে, আপাতত তিনি ভালই আছেন। গত এক বছর ধরে ভীষণ সতর্ক ছিলেন। তবু কোভিডে আক্রান্ত হলেন। এখনও কোনও অসুবিধে হচ্ছে না তাঁর। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব গুহর কন্যা এবং ড্রাইভার। ৮৬ বছর বয়সী জনপ্রিয় সাহিত্যিকের আরোগ্য কামনা করেছেন তাঁর পাঠকেরা।

Next Article