Ayan Sil: ছেলের বান্ধবীর বাবা সরকারি আধিকারিক, অয়ন শীলের টেন্ডারের পিছনে কার কারসাজি?

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2023 | 9:34 PM

Ayan Sil: রাজ্যের অন্তত ৬০ টি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া চালাত অয়নের সংস্থা। তিনি দাবি করেছিলেন, পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নিয়ম মাফিক টেন্ডার পেয়ে তবেই নাকি তিনি ওই কাজ করতেন।

Ayan Sil: ছেলের বান্ধবীর বাবা সরকারি আধিকারিক, অয়ন শীলের টেন্ডারের পিছনে কার কারসাজি?
পুরনিয়োগে তদন্ত

Follow Us

কলকাতা : তদন্ত যত এগিয়েছে, ততই অয়ন শীলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এবার সেই তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। একের পর এক পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার টেন্ডার কোন যাদুবলে পেলেন অয়ন শীল? সেই তথ্যের সন্ধান করতে গিয়েই ইডি-র তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও এক নাম। অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারী অফিসারেরা। পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা ছিলেন বিভাস গঙ্গোপাধ্যায়। পুর দফতরের অধীন ডিএলবি-র জয়েন্ট ডিরেক্টর ছিলেন। প্রশ্ন উঠছে, তাঁর বদান্যতাতেই কি পুরসভার নিয়োগে একচ্ছত্র ব্যবসা করছিলেন অয়ন?

রাজ্যের অন্তত ৬০ টি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া চালাত অয়নের সংস্থা। তিনি দাবি করেছিলেন, পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নিয়ম মাফিক টেন্ডার পেয়ে তবেই নাকি তিনি ওই কাজ করতেন। কিন্তু, বিষয়টা ততটা সরল নয় বলেই মনে করেন তদন্তকারীরা।

অন্যদিকে, অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমনের নামও সামনে এসেছে আগেই। অভিষেকের পেট্রল পাম্প ও হোটেল ব্যবসায় সমান অংশীদারিত্ব ছিল ইমনের। তদন্তকারীদের সন্দেহ, বিভাস বাবুর বদান্যতায়  অয়ন শীল টেন্ডার পেয়েছিলেন, তার প্রতিদান হিসেবেই কি মেয়েকে অংশীদার করা হয়েছিল? অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে আমলা-যোগের কথাও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই অয়ন শীলের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক ও বান্ধবী শ্বেতাকে তলব করেছে ইডি। অয়ন শীলের নামে ও বেনামে মোট ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান ইতিমধ্যেই পেয়েছে ইডি। তার মধ্যে অভিষেক ও কাকলির নামেও বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। সে কারণেই এই তিনজনকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

Next Article
Weather News: চৈত্রেই চল্লিশ, বাংলার কোন কোন জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা
Ajay Bhatnagar CBI: গরু পাচার থেকে নিয়োগ দুর্নীতি! সিজিও কমপ্লেক্সে দীর্ঘ বৈঠক সারলেন সিবিআই কর্তা অজয় ভাটনগর