Fire Arms Recover From Kolkata: পরনে সাদা জামা-নীল জিন্স, কে বুঝবে বৈঠকখানা বাজারের গলিতে ইসমাইল এইসব কাণ্ড ঘটাবে

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2024 | 12:47 PM

Fire Arms Recover From Kolkata: শনিবারের ঘটনার পর থেকেই এলাকাবাসী নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। বৈঠকখানা রোডের যে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকে শিয়ালদহ স্টেশন মাত্র ৫০০ মিটার। সকালে লোকজন থাকলেও রাতে বাইরের গাড়ি অথবা বিভিন্ন ধরনের লোকের আনাগোনা।

Fire Arms Recover From Kolkata: পরনে সাদা জামা-নীল জিন্স, কে বুঝবে বৈঠকখানা বাজারের গলিতে ইসমাইল এইসব কাণ্ড ঘটাবে
এই গলি থেকেই গ্রেফতার ইসমাইল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: উত্তর কলকাতা বলতেই জনসাধারণের মনে ভেসে ওঠে অলি-গলি। তবে সেই গলি থেকেই এবার গ্রেফতার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। অভিযুক্ত মহম্মদ ইসমাইলকে এর আগেও নাকি দেখেছেন এলাকার লোকজন। তবে সে যে তলে-তলে এই কারবারের সঙ্গে যুক্ত তা হয়ত বুঝে ওঠেননি তারা।

এক প্রত্যক্ষদর্শী বক্তব্য, সাদা জামা ও জিন্স পড়ে এক ব্যাক্তি আসে। পা ঢাকা জুতো পড়ে ছিল। সাদা কাপড়ের ব্যাগ নিয়ে আসে বৈঠকখানা বাজারে৷ দেখে বোঝা যায়নি যে ওই ব্যক্তির কাছে অস্ত্র আছে। আরও এক ব্যক্তি বলেন, “ওকে এক দুবার দেখেছি। তবে কী করত তা জানি না। লোকজনের সঙ্গে মেলামেশা করত সেটা চোখে পড়েছে।”

শনিবারের ঘটনার পর থেকেই এলাকাবাসী নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। বৈঠকখানা রোডের যে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকে শিয়ালদহ স্টেশন মাত্র ৫০০ মিটার। সকালে লোকজন থাকলেও রাতে বাইরের গাড়ি অথবা বিভিন্ন ধরনের লোকের আনাগোনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে স্টেশন থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এসে লোকের নজরে না পড়ে সেই কারণেই অলিগলি বেছেছিল ইসমাইল। আর তারপরই অস্ত্র হাত বদল করে অভিযুক্ত মহম্মদ ইসমাইল খান।

স্থানীয় বাসিন্দা বক্তব্য,রাতে অন্য রকম হয়ে যায় এলাকা। রাতে পুলিশ থাকে তবে সেরকম নয়, আরও নিরাপত্তা বা টহলদারি বাড়ানো উচিত। আরও এক স্থানীয় বাসিন্দা বক্তব্য,রাতে কোলে মার্কেটে লোকের আনাগোনা বাড়ে। ফলত সাদা ব্যাগ নিয়ে কোনও ব্যক্তি এলে বোঝার উপায় নেই ব্যাগে কী রয়েছে। উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বৈঠকখানা বাজার থেকে শনিবার উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি। এরপরই গ্রেফতার হয় ইসমাইল।

Next Article