Bangladesh Taslima Nasrin: ‘বাংলাদেশে মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে’, ভিতরের খবর ফাঁস তসলিমার

Amritanshu Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2024 | 11:59 PM

Bangladesh Taslima Nasrin: তসলিমা বলেন, "এই বাংলাদেশ আমাকে ৩০ বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি, আমি এ জীবনে সে দেশে আর ফিরতে পারব না। দেশকে ভালবাসি। দেশের জন্য আবেগ রয়েছে।"

Bangladesh Taslima Nasrin: বাংলাদেশে মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে, ভিতরের খবর ফাঁস তসলিমার
বাংলাদেশে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে: তসলিমা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন তিন দশক হয়েছে। এখনও দেশকে ভুলতে পারেননি তিনি। দেশে ফিরতে চেয়ে লিখেছেন খোলা চিঠিও। সেই লেখিকা বুদ্ধিজীবী তলসিমা নাসরিন অত্যন্ত ব্যথা নিয়েই মুখ খুললেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। এই বাংলাদেশ কি এখনও তিনি নিজের বাংলাদেশ বলতে পারবেন? TV9 বাংলার একান্ত সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তর দিলেন তসলিমা।

তসলিমা বলেন, “এই বাংলাদেশ আমাকে ৩০ বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি, আমি এ জীবনে সে দেশে আর ফিরতে পারব না। দেশকে ভালবাসি। দেশের জন্য আবেগ রয়েছে।”

বাংলাদেশের এই পরিস্থিতির পিছনে একাধিক কারণ রয়েছে, তার মধ্যে প্রধান ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসা আর মসজিদ। বিস্ফোরক তসলিমা। তিনি বলেন, ”  সরকার এত মসজিদ-মাদ্রাসা গড়েছে, এত জেহাদির জন্ম হচ্ছিল, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সম্মানের করে দিয়েছে। আজকাল মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে, বাচ্চাদের হাতে খেলনা পিস্তল দিয়ে, জঙ্গি পোশাক পরিয়ে নাটকের নামে কী হচ্ছে! আসলে যারা জঙ্গি হচ্ছে, তাদের তো দোষ নেই। তাদের তো তৈরি করা হয়েছে।”

Next Article