Bangur Hospital: USG করতে ২ মাসের বেশি অপেক্ষা! চরম ভোগান্তির ছবি বাঙুর হাসপাতালে

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 15, 2023 | 1:01 PM

Bangur Hospital: হাসপাতাল সূত্রে খবর, পুরসভার চিকিৎসকের শংসাপত্র দেখিয়ে ছুটির আবেদন করেছেন হাসপাতালের রেডিওলজিস্ট।

Bangur Hospital: USG করতে ২ মাসের বেশি অপেক্ষা! চরম ভোগান্তির ছবি বাঙুর হাসপাতালে
রেডিওলজি বিভাগের সামনে লম্বা লাইন

Follow Us

কলকাতা: প্রশ্নের মুখে এম আর বাঙুরের চিকিৎসা পরিষেবা। দু’মাস পরেও ডেট পেয়েও ভোগান্তির শিকার রোগীরা! অভিযোগ, পেট খারাপের কারণ দেখিয়ে দু’সপ্তাহ ধরে ছুটি চেয়েছেন হাসপাতালের রেডিওলজিস্ট। আর সেই রেডিওলজি বিভাগের সামনেই লম্বা লাইন। কেউ কেউ বলছেন, গত বছরের ডিসেম্বরে আবেদন জানিয়েও ডেট পাননি তাঁরা। প্রায় ২ মাস পর দিন পাওয়া সত্ত্বেও হাসপাতালে এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের। অভিযোগ জানালে খারাপ ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। সম্প্রতি আরটিআই অ্যাকটিভিস্ট বিশ্বনাথ গোস্বামী টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, রোগীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ভিডিয়ো ঘিরেই অস্বস্তি বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের।

হাসপাতাল সূত্রে খবর, পুরসভার চিকিৎসকের শংসাপত্র দেখিয়ে ছুটির আবেদন করেছেন হাসপাতালের রেডিওলজিস্ট। তাও আবার ২ সপ্তাহ ছুটি চেয়েছেন তিনি। আরও জানা গিয়েছে, ছুটির আবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ হাসপাতালের সুপারও।

এই প্রসঙ্গে হাসপাতালের সুপার শিশির নস্কর জানান, প্রথমে ২ সপ্তাহ ছুটি চাইলেও, আদতে তা দেওয়া হয়নি। ২ দিন পরই কাজে যোগ দিয়েছে রেডিওলজিস্ট। সুপারের দাবি, হাসপাতালে ইউএসজি-র একটাই মেশিন, সেই তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। তাই পরীক্ষার জন্য রোগীদের অপেক্ষা করতে হয়, এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

তবে ২ মাস বা তার বেশি অপেক্ষা করতে হয়েছে, এ কথা মানতে নারাজ তিনি। ভিডিয়ো প্রকাশের কথা শুনে সুপার জানান, মঙ্গলবার থেকে কাজে যোগ দিয়েছেন রেডিওলজিস্ট।

Next Article