Abhishek Banerjee: ‘জমিদারদের বিরুদ্ধে লড়াই আরও তীব্র’, ধরনার দ্বিতীয় দিনে গর্জন অভিষেকের

Abhishek Banerjee: রাজভবনের বাইরে অবস্থান মঞ্চের পাশেই রাত কাটিয়েছেন তিনি। আজ অবস্থানের দ্বিতীয় দিন। বেলা ১১টা থেকে আবার অবস্থান মঞ্চে বসে পড়েছেন অভিষেকরা। সঙ্গে রয়েছেন শান্তনু সেন, ডেরেক ও'ব্রায়েন, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারি নেতারা।

Abhishek Banerjee: জমিদারদের বিরুদ্ধে লড়াই আরও তীব্র, ধরনার দ্বিতীয় দিনে গর্জন অভিষেকের
অভিষেকের ধরনায় দ্বিতীয় দিনImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Oct 06, 2023 | 1:34 PM

কলকাতা: একশো দিনের কাজের টাকায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দু’দিনের ‘মিশন দিল্লি’। তারপর সেই আন্দোলন চলছে বাংলার মাটিতেও। কাল রাজভবন অভিযান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সারা রাত বাড়ি ফেরেননি তিনি। ঘোষণা করে দিয়েছেন, তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে রাজ্যপাল বোস দেখা না করা পর্যন্ত অবস্থান চলবে। রাজভবনের বাইরে অবস্থান মঞ্চের পাশেই রাত কাটিয়েছেন তিনি। আজ অবস্থানের দ্বিতীয় দিন। বেলা ১১টা থেকে আবার অবস্থান মঞ্চে বসে পড়েছেন অভিষেকরা। সঙ্গে রয়েছেন শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারি নেতারা।

এদিকে অবস্থান-মঞ্চের দ্বিতীয় দিনেও ‘জমিদারি’ ইস্যুতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফেসবুকে ‘সঙ্কোচের বিহ্বলতা’ গানের একটি অংশ পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।” একইসঙ্গে তিনি আরও লিখেছেন, “জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই আগের থেকে আরও বেশি তীব্র। আজ আমাদের অবস্থানের দ্বিতীয় দিন। রাজ্যপাল আমাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমরা ধরনা চালিয়ে যাব। কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার দিন শেষ, এবার আমাদের মুখোমুখি হয়ে জবাব দেওয়ার সময় এসেছে।”

তৃণাঙ্কুরদের মতো তৃণমূলের নতুন প্রজন্মের অনেক মুখও রয়েছে রাজভবনের সামনের অবস্থান মঞ্চে। অভিষেক বসে রয়েছেন মঞ্চের একদম পিছনের দিকে। আর তাঁকে ঘিরে বসে রয়েছেন তৃণমূলের সব নেতা-নেত্রীরা। দ্বিতীয় দিনের ধরনা-অবস্থানের সকালে মঞ্চে গিটার বাজিয়ে গানও করেন তৃণমূলের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তৃণমূলের জয়ী ব্যান্ডে সদস্য়রা ‘ও আমার দেশের মাটি’-সহ আরও কিছু গান শোনান মঞ্চে।