
কলকাতা: বড় সুখবর, বাংলায় বর্ষার যাত্রা শুরু। ৭ দিন আগেই বর্ষা চলে এল উত্তরবঙ্গে। গোটা দার্জিলিং, কালিম্পংয়ে শুরু বর্ষার বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও পা রেখেছে বর্ষা। দুই দিনাজপুরের কিছুটা অংশেও বর্ষার আগমন দেখা গিয়েছে। বর্ষা ঢুকে পড়েছে সিকিমেও। সাধারণত জলপাইগুড়িতে বর্ষা আসার কথা ৭ জুন। কিন্তু, এক সপ্তাহ আগেই শুরু বর্ষার বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। শনিবার দুই বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও দক্ষিণে ভ্যাপসা গরমও থাকবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। তাতে এক ধাক্কা বড়সড় পারাপতন দেখা গিয়েছে। আগামী চার থেকে পাঁচদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে থেকে বাংলাদেশ পর্যন্ত। যেটি মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, উত্তর প্রদেশের উপর। এদিকে বৃহস্পতিবারই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। অন্যদিকে আবার তিন দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পা রেখেছে বর্ষা। এবার ভিজবে বাংলা।