Behala: শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে যান, বেহালার সখেরবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

Behala: বাসটি শখেরবাজার থেকে ডায়মন্ডহারবারের দিকে যাচ্ছিল। ওই বাসেরই যাত্রী ছিলেন মহিলা। তিনি শখেরবাজার ক্রসিংয়ে বাস থেকে নামছিলেন। সে সময়েই মহিলার শাড়ির আঁচল জড়িয়ে যায়।

Behala:  শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে যান, বেহালার সখেরবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
সখেরবাজারে মর্মান্তিক দুর্ঘটনা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 02, 2025 | 12:45 PM

কলকাতা:  ফের বেহালায় পথ দুর্ঘটনার বলি এক। ধর্মতলা থেকে ডায়মন্ডহারবারগামী বাসের চাকায় পিষ্ট এক মহিলা। এখনও পর্যন্তমৃতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। সোমবার ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটেছে সখেরবাজার ক্রসিংয়ের কাছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি সখেরবাজার থেকে ডায়মন্ডহারবারের দিকে যাচ্ছিল। ওই বাসেরই যাত্রী ছিলেন মহিলা। তিনি শখেরবাজার ক্রসিংয়ে বাস থেকে নামছিলেন। সে সময়েই মহিলার শাড়ির আঁচল জড়িয়ে যায়। সিগন্যাল ছেড়ে দেওয়ায় বাসটিও ছেড়ে দেয়। আঁচলে পেঁচিয়ে পড়ে গড়িয়ে বাসের নীচে চলে যান ওই মহিলা। বাসের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর শরীর।

স্থানীয় দোকানি ও পথচলতি সাধারণ মানুষ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানা। নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।