কলকাতা: এক হাজার সভার লক্ষ্য পূরণ হল না বঙ্গ বিজেপির। যা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তার মাত্র ৩০ শতাংশ সভা করতে পেরেছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বুথ স্তরের সমস্ত কর্মীকে রাজনৈতিকভাবে চাঙ্গা করতে কৌশল স্থির করে দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি। দিল্লি থেকেই ১০০০ সভা করার জন্য সময় নির্ধারণও করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।
প্রথমে বলা হয়েছিল জুন ও জুলাই এই দুই মাসের মধ্যেই সভা করার কথা বলা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়। কিন্তু আগস্ট পেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠকে বসে দেখে ১০০০ সভার কাছাকাছিও যায়নি বঙ্গ বিজেপি। মাত্র ৩০ শতাংশ সভা হয়েছে অর্থাৎ ৩০০-র মতো সভা করতে পেরেছে বিজেপি। এই ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় পর্যবেক্ষক। বিষয়টি ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কানেও উঠেছে বিষয়টি।
আরও ১৫ দিন বাড়ানো হল সেই সময়সীমা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বিজেপি লক্ষ্যমাত্রার কাছে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
কেন হল না হাজার সভা? কারণ হিসেবে বঙ্গ বিজেপিপ দাবি করেছে অতি বৃষ্টির কারণেই এই বাধা তৈরি হয়েছে। তবে এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। তাঁদের একাংশ মনে করছে, ব্লকে ব্লকে যে ভাবে দলীয় কোন্দল বেড়েছে, নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, সেটাই এই লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারার অন্যতম কারণ। সেই মতোই নাকি দিল্লির কাছে রিপোর্ট পৌঁছে গিয়েছে।