কলকাতা: এবার যুব সম্প্রদায়ের মন পেতে মরিয়া বঙ্গ বিজেপি। তৃণমূলের ‘নব জোয়ার যাত্রা’ বামেদের ‘ইনসাফ যাত্রা’-র পর পাহাড় থেকে সাগর, যুব সম্প্রদায়দের নিয়ে আড্ডা দেবেন বিজেপি নেত্রীবৃন্দ। গেরুয়া শিবিরের নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘যুব আড্ডা’
মঙ্গলবার বিজেপির সংযুক্ত মোর্চা সম্মেলন ছিল। সেখানেই এই নতুন কর্মসূচির কথা রাখা হয়। মূলত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ভোটারদের কথা মাথায় রেখেই একগুচ্ছ কর্মসূচি স্থির করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ জানুয়ারি দেশের প্রতিটি প্রান্তের প্রথম ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্ততা দেবেন। পশ্চিমবঙ্গের ২০০ টি জায়গায় শিবির করে সেই বক্তৃতা শোনানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এ দিনের মিটিং থেকে।
তবে যুবদের নিতে রাজ্য বিজেপির সবচেয়ে বড় কর্মসূচি শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। চলতি মাস জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্যের পাঁচ হাজার জায়গায় চাটাই বৈঠক,বাজার সভা ও পথ সভা করবে রাজ্য বিজেপির যুব মোর্চা। এই কর্মসূচি থেকে যুব সম্প্রদায়ের মন বোঝার চেষ্টা করবে গেরুয়া শিবির।
বস্তুত, রাজনীতিতে যুব সমাজের ভূমিকা কী তা আলাদা করে বলার দরকার পড়ে না। আগামী দিনে যে কোনও দলকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকা অগ্রগন্য। আর রাজনৈতিক দলগুলির বরাবর চেষ্টা করে যুব প্রজন্মকে নিজের-নিজের দলে টানার। সামনেই লোকসভা ভোট। আসন পেতে মরিয়া হয়ে উঠেছে শাসক-বিরোধী সব দলগুলি। বামেরাও নিজেদের তরুণ তুর্কিদের মাঠে নামিয়েছে। তবে শাসকদলের ‘নবীন-প্রবীণ’ বিতর্ক যখন চলছে সেই আবহে বিজেপি-র এই যুবদের সঙ্গে আড্ডা নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।