Bengal BJP: নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন মোদী, বঙ্গ বিজেপিতে তুঙ্গে তৎপরতা

Anjan Roy | Edited By: Soumya Saha

Jan 03, 2024 | 7:51 PM

Bengal BJP: জানা যাচ্ছে, আগামী ২৪ জানুয়ারি দেশজুড়ে নতুন ভোটারদের নিয়ে জাতীয় স্তরের এক সম্মেলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। নতুন ভোটারদের কাছে টানতে তাই সেই মেগা সম্মেলনকেই পাখির চোখ করে এগোচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা।

Bengal BJP: নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন মোদী, বঙ্গ বিজেপিতে তুঙ্গে তৎপরতা
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের জন্য বিজেপির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বাংলায়। বঙ্গ বিজেপির টার্গেট অন্তত ৩৫টি আসন ছিনিয়ে নেওয়া বাংলা থেকে। আর সেক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হতে পারেন নতুন ভোটাররা। তাই রাজ্যের নতুন ভোটারদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে চাইছেন বঙ্গ বিজেপির নেতারা। জানা যাচ্ছে, আগামী ২৪ জানুয়ারি দেশজুড়ে নতুন ভোটারদের নিয়ে জাতীয় স্তরের এক সম্মেলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। নতুন ভোটারদের কাছে টানতে তাই সেই মেগা সম্মেলনকেই পাখির চোখ করে এগোচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা।

দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন ভোটারদের সঙ্গে জাতীয় স্তরের যে সম্মেলন করবেন, সেই সম্মেলনে বিধানসভা ভিত্তিক জমায়েত করানোর টার্গেট নিয়েছে বঙ্গ বিজেপি। সূত্রের দাবি, প্রতিটি বিধানসভা এলাকায় যুব মোর্চার যে নেতারা দায়িত্বে রয়েছেন, তাঁদের আরও বেশি দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে। এলাকার নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাংলার বিভিন্ন বিধানসভাগুলি থেকে নতুন ভোটারদের জমায়েত করাতে তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। দলীয় সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

উল্লেখ্য, উনিশের লোকসভা ভোটে বাংলা থেকে ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন জিতে নিয়েছিল বিজেপি। ঝড়ের গতিতে বাংলায় নিজেদের শক্তি ও সংগঠন বাড়িয়েছে বঙ্গ বিজেপি শিবির। এবারের টার্গেট আরও বাড়িয়েছে বিজেপি। আরও বেশি আসনে জিততে মরিয়া সুকান্ত-শুভেন্দু-দিলীপরা। অমিত শাহ ইতিমধ্যেই টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অন্তত ৩৫টি আসনে জয়ের জন্য। সেই টার্গেট পূরণ করতে নতুন ভোটারদের আরও কাছে টানতে চাইছে বঙ্গ বিজেপি শিবির।