তৃণমূলের হয়ে ব্যাটে মনোজ, বিজেপির বোলার অশোক দিন্দা
বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি যোগ দিয়েছেন তৃণমূলে, এবার তাঁরই সতীর্থ অশোক দিন্দা যোগ দিতে চলেছেন বিজেপিতে।
কলকাতা: বুধবার যেন ক্রিকেটারদের রাজনীতিতে হাতেখড়ির দিন। এ দিন দুপুরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে দিয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। এ বার তাঁরই সতীর্থ অশোক দিন্দা (Ashoke Dinda) যোগ দিলেন বিজেপিতে। বুধবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র হাত থেকে পদ্মফুলের পতাকা তুলে নেন বাংলার প্রাক্তন পেসার।
এ বারের বিধানসভা ভোটে সমস্ত রাজনৈতিক দলেই তারকার সমাবেশ লক্ষণীয়। হাওড়ার লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ও তৃণমূলের জেলা সভাপতির পদ ছেড়ে ফিরে গিয়েছেন ক্রিকেট মাঠে। এ বার সেই হাওড়ারই ক্রিকেটার মনোজ তিওয়ারির নতুন ইনিংস শুরু করলেন তৃণমূলের হাত ধরে। এ দিন ডানলপে মমতার সভায় তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সূদেষ্ণা রায়রা। তার আগেও দীপঙ্কর দে, সৌরভ দাসের মতো অভিনেতারা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।
পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। কয়েক দিন আগেই যশ দাশগুপ্ত-সহ টলিপাড়ার একঝাঁক অভিনেতা যোগ দিয়েছেন বিজেপিতে। এবার হাওড়ার ক্রিকেটার মনোজ তিওয়ারিকে যখন ঘাসফুল শিবিরে টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন অশোক দিন্দাকে দলে টেনে পাল্টা দিল বিজেপি।