কলকাতা: রাস্তায় বেরলেই মারাত্মক গরম। বাড়ছে অস্বস্তি। আবহাওয়া অফিস বলছে শুক্রবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। কারণে শনিবার থেকে ফের শুরু হতে চলেছে বৃষ্টি। চলবে মঙ্গলবার পর্যন্ত। শুধু তাই নয়, এর পরোক্ষ প্রভাবে বাংলার বাড়তে চলেছে বৃষ্টি। মঙ্গলবার আবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে।আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর আন্দামান সাগরে আগামিকাল তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবারে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মায়ানমার উপকূলে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার আর্দ্রতাজনিত অস্বস্তি পৌঁছবে চরমে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে। এ দিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। বুধবার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩.৯২ শতাংশ।
অপরদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে।