Patna Case: পাটনায় ICU-তে গুলি চালিয়ে নিউ টাউনে আশ্রয়! সাত সকালে তল্লাশি চালিয়ে গ্রেফতার দুষ্কৃতী

Patna Case: বিহারের খুনের ঘটনার পর কেন আশ্রয় নিতে হল বাংলায়? বাংলা কি দুষ্কৃতীদের সেফ করিডর? উঠছে প্রশ্ন।

Patna Case: পাটনায় ICU-তে গুলি চালিয়ে নিউ টাউনে আশ্রয়! সাত সকালে তল্লাশি চালিয়ে গ্রেফতার দুষ্কৃতী
Image Credit source: TV9 Bangla

Jul 19, 2025 | 12:05 PM

রঞ্জিৎ ধর ও সুপ্রিয় গুহ-র রিপোর্ট

কয়েকদিন আগেই সামনে আসে একটি চাঞ্চল্যকর ছবি। বিহারের পাটনায় একটি হাসপাতালের আইসিইউ-তে ঢুকে এক বিচারাধীন বন্দিকে খুন করে কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়। ঘটনার পিছনে কারা? খুঁজতে গিয়ে সোজা বাংলায় হাজির বিহার পুলিশ। নিউ টাউনের এক আবাসন থেকে আটক করা হল পাঁচজনকে।

কয়েকদিন আগেই পাটনার পরশ হাসপাতালের ভিতরে বিচারাধীন বন্দি চন্দন মিশ্রকে হত্যার ঘটনা ঘটে। প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন। তারপর থেকে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

শনিবার ভোরে আচমকা নিউ টাউনের আবাসনে হানা দেয় বিহার পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। আবাসনে চলে তল্লাশি। সেখান থেকে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ তাদের সকলকে পাটনায় নিয়ে যাবে বলে সূত্রের খবর। অন্যদিকে, এই ঘটনায় যুক্ত সন্দেহে পুরুলিয়ায় বন্দি এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখনও অভিযান চলছে। ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে আটক করেছে। পুরুলিয়ার জেলে বন্দি কুখ্যাত শেরু সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেরু পুলিশকে জানিয়েছে যে বিহারের একটি জেলে বন্দি তাঁর নিজের দলের এক সদস্য এই হত্যার পরিকল্পনা করেছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ করছে।

কেন এভাবে বাংলায় বারবার আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা, প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বিহার থেকে পালিয়ে কেন ওরা বাংলাতেই এল? কেন মনে করল যে নিউ টাউনে আশ্রয় নেওয়াই নিরাপদ?”