AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Movie: সব সিনেমা হলে বছরে ৩৬৫ দিন বাংলা ছবি চালানো বাধ্যতামূলক, বড় উদ্যোগ রাজ্য সরকারের

Bengali Movie: কয়েকদিন আগেই বাংলা ছবির শো নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্য়ের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে একটি বৈঠকে বসেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

Bengali Movie: সব সিনেমা হলে বছরে ৩৬৫ দিন বাংলা ছবি চালানো বাধ্যতামূলক, বড় উদ্যোগ রাজ্য সরকারের
| Edited By: | Updated on: Aug 13, 2025 | 5:47 PM
Share

কলকাতা: বাংলা ছবির জন্য এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের। এবার থেকে রাজ্যের সব সিনেমা হলে একটা নির্দিষ্ট সময়ে বাংলা ছবি চলা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। অর্থাৎ ৩৬৫ দিনে সিঙ্গল স্ক্রিনে ৩৬৫টি বাংলা ছবির শো চলবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বাঙালি অস্মিতা নিয়ে যখন চর্চা চলছে রাজ্য জুড়ে, তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

কয়েকদিন আগেই বাংলা ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকরা। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। সেখানেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর আজ, বুধবার সেই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শন বা শো দেওয়া বাধ্যতামূলক করা হল। এই প্রাইম টাইম ঠিক করা হয়েছে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। সব হলে প্রাইম টাইমে একটি করে শো বাংলা ছবিকে দিতেই হবে সিঙ্গল প্লেক্সে।

৩৬৫ দিনে ৩৬৫টি শো চলবে সিঙ্গল স্ক্রিনে। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। যেমন দুটি স্ক্রিন হলে বছরে ৭৩০টি শো, ৩টি স্ক্রিন থাকলে বছরে ৩৭৬৫×৩ অর্থাৎ ১০৯৫টি শো, ৪টি স্ক্রিন থাকলে ৩৬৫×৪ অর্থাৎ ১৪৬০টি শো চলবে বাংলা ছবির। এই কটা শো চালাতেই হবে হল মালিকদের।

প্রশ্ন উঠেছে, যদি বাংলা ছবি না চলে, তাহলে কী হবে। এই প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস জানান যে তিনি আশাবাদী। তিনি বিশ্বাস করেন, ভাল বাংলা ছবি তৈরি হচ্ছে, আর সেগুলো ভাল ব্যবসাও করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার একইসঙ্গে রিলিজ করছে বাংলা ছবি ‘ধুমকেতু’ ও ‘ওয়ার টু’। ফলে একটা উদ্বেগ তৈরি হয়। অভিযোগ, বলিউডের ছবি সবসময় শর্ত দিয়ে থাকে যে সারাদিন সেই ছবিই চালাতে হবে হলে। হল মালিকরাও সেই শর্ত মেনে নেন! আর তাতেই আপত্তি বাংলার প্রযোজক, ডিরেক্টরদের।