করোনা-টিকাকরণের ড্রাই রান শুরু বাংলায়, জেনে নিন কীভাবে এগোল মহড়া

শনিবার দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলার তিন জায়গায় করোনা ভ্যাকসিনেশনের ড্রাই রান করানো হচ্ছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, আমডাঙা ও সল্টলেকের দত্তাবাদে খোলা হয়েছে ড্রাই রানের কেন্দ্র।

করোনা-টিকাকরণের ড্রাই রান শুরু বাংলায়, জেনে নিন কীভাবে এগোল মহড়া
দত্তাবাদে চলছে ভ্যাকসিনের ড্রাই রান।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 12:13 PM

স্বাস্থ্যমন্ত্রক ইঙ্গিত দিচ্ছে খুব শিগগিরিই করোনা রুখতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে দেশে। কারা আগে টিকা পাবেন, কীভাবে এই টিকা দেওয়া হবে সে সংক্রান্ত বিস্তারিত একটি নির্দেশিকাও ইতিমধ্যেই জারি করা হয়েছে। নতুন বছরের শুরুতেই চলছে টিকাকরণের ড্রাই রান। শনিবার দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলার তিন জায়গায় করোনা ভ্যাকসিনেশনের ড্রাই রান করানো হয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, আমডাঙা ও সল্টলেকের দত্তাবাদে খোলা হয় ড্রাই রানের কেন্দ্র। দত্তাবাদে ছিলেন TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত। তিনি জানালেন কোন পথে এগোল টিকারণের মহড়া।

মক ভ্যাকসিন নিচ্ছেন স্বাস্থ্যকর্মী মমতা মণ্ডল।

ধাপে ধাপে ভ্যাকসিনেশন ড্রাই রান

* দত্তাবাদের ৩৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টার। তরুণ সংঘ মাঠ লাগোয়া এই কেন্দ্রেই চলে ড্রাই রান। *২৫ জন স্বাস্থ্যকর্মী ছিলেন ‘মক ভ্যাকসিন’ নেওয়ার জন্য। *প্রথমে প্রবেশ পথে চেকিং করা হয়। নথি মিলিয়ে দেখে নেওয়া হয় মক ভ্যাকসিন প্রাপকের তালিকায় নাম রয়েছে কি না। * পরীক্ষা করে নেওয়া হয় শরীরের তাপমাত্রা। *প্রবেশ পথ দিয়ে ঢুকেই বাঁ হাতে ঘর। ওয়েটিং রুম। সেখানে একটি আসন অন্তর প্রত্য়েককে বসানো হয়েছে। * আরও একবার তালিকা মিলিয়ে নেওয়ার পর চলে মেডিকেল চেকআপ। *তারপর ভ্যাকসিনেশন রুমে নিয়ে যাওয়া হয়। *সেখানে চলে মক ভ্যাকসিন প্রদান পর্ব। ছিলেন ভ্যাকসিনেশন অফিসার। তাঁর যা মহড়া করার কথা তা করেন। *এরপর সেই ঘরেই কো-উইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পোর্টালে রেজিস্ট্রেশন পর্ব। *অবজারভেশন রুমে ৩০ মিনিট দেখা হয় শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না। *যদি কোনও সমস্যা হতো, তার জন্য প্রস্থান গেটের পাশে বিধাননগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন চিকিৎসার জন্য। *পুরো প্রক্রিয়া শেষে ভ্যাকসিনেশন কেন্দ্র থেকে বেরিয়ে যান ‘ক্লায়েন্ট’।