
কলকাতা: ওড়িশা থেকে ফেরার পথে পরিচয়। নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে জমিয়েছিল আলাপচারিতা। তারপরই এটিএম কার্ড হাতিয়ে লোন নিয়ে টাকা আত্মসাৎ। এমনই গুরুতর অভিযোগ অভিজিৎ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। বাড়ি শ্যামপুকুরে। তবে এই প্রথম নয়, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশ এলাকায় দুটি ও রাজ্য পুলিশ এলাকায় দুটি অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের এক বাসিন্দার সঙ্গে ফিরছিল অভিজিৎ। আলাপ গাঢ় হওয়ার বেশ কিছু দিন পর ভবানীপুরের ওই বাসিন্দার থেকে ব্যাঙ্ক ডিটেইলস, এটিএম কার্ড নম্বর নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে অনলাইনে ৫৫ হাজার টাকার লোন নেওয়া হয়। বোঝা মাত্রই ভবানীপুরের ওই বাসিন্দা সোজা পুলিশের দ্বারস্থ হন। জোরকদমে শুরু হয় তদন্ত। তাতেই মেলে সন্ধান। অনলাইন হোটেল বুকিং সংস্থার অ্যাপ থেকে মেলে ঠিকানা।
পুলিশ সূত্রে খবর, একই কায়দায় বহু মানুষের থেকে লোন নিয়ে প্রতারণা করেছেন অভিজিৎ। সেই টাকায় ঘুরে বেড়ান বিলাসবহুল হোটেলে। ধৃতকে জেরা করে আর কোনও ব্যক্তির একইভাবে পকেট ফাঁকা করেছেন কিনা, আর কোনও অন্য কায়দায় প্রতারণা করেছেন কিনা তা জানতে চাইছে পুলিশ।