Impact Story: পাশে দাঁড়াল টিভিনাইন বাংলা, পুকুর ফিরল পুকুরেই…

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Mar 22, 2024 | 5:20 PM

BMC: এলাকার সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, "এমআইসিরাই তো করাচ্ছে এসব। গার্ডেনরিচে কাউন্সিলরের অঙ্গুলিহেলনে হয়েছে। এখানে তৃণমূলের এমআইসি বিধায়করাও জড়িও। নারায়ণপুরের ওই চত্বরটা ২,৩,৪ নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। বিল্ডিং প্ল্যান কীভাবে পাশ হয় আমরা জানি।"

Follow Us

কলকাতা: নারায়ণপুরে জলাশয় ভরাটের অভিযোগ উঠছিল। টিভিনাইন বাংলা সে খবর তুলে ধরার পরই এবার জলাশয় উদ্ধারে তৎপর হল বিধাননগর পুরনিগম। পরিবেশ দফতরের মেয়র পারিষদ রহিমা বিবি মণ্ডলের ওয়ার্ডে আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল। শুক্রবার থেকেই পুরনিগম জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছে।

গার্ডেনরিচের আবহে বিধাননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে নারায়ণপুরে জলাশয়ে মাটি ফেলার অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন, হয়ত এবার এখানে বেআইনি নির্মাণও শুরু হবে। এলাকার সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, “এমআইসিরাই তো করাচ্ছে এসব। গার্ডেনরিচে কাউন্সিলরের অঙ্গুলিহেলনে হয়েছে। এখানে তৃণমূলের এমআইসি বিধায়করাও জড়িও। নারায়ণপুরের ওই চত্বরটা ২,৩,৪ নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। বিল্ডিং প্ল্যান কীভাবে পাশ হয় আমরা জানি।”

যদিও মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, “আমি যখন শুনি পুকুর ভরাট হচ্ছে আমি লোক পাঠিয়ে বন্ধ করে পুকুর পুকুরের মতো করে দিতে বলেছি।” অন্যদিকে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, “ববিদা খুব অকপটে স্বীকার করেছেন এটা সামাজিক ব্যাধি। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর কলকাতা পুরনিগম দীর্ঘদিনের পুরনো। একটা ঘিঞ্জি শহর। বিধাননগর তো প্ল্যান সিটি। এখানে ক্ষমা চাওয়ার কোনও অবকাশ নেই।”

কলকাতা: নারায়ণপুরে জলাশয় ভরাটের অভিযোগ উঠছিল। টিভিনাইন বাংলা সে খবর তুলে ধরার পরই এবার জলাশয় উদ্ধারে তৎপর হল বিধাননগর পুরনিগম। পরিবেশ দফতরের মেয়র পারিষদ রহিমা বিবি মণ্ডলের ওয়ার্ডে আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল। শুক্রবার থেকেই পুরনিগম জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছে।

গার্ডেনরিচের আবহে বিধাননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে নারায়ণপুরে জলাশয়ে মাটি ফেলার অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন, হয়ত এবার এখানে বেআইনি নির্মাণও শুরু হবে। এলাকার সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, “এমআইসিরাই তো করাচ্ছে এসব। গার্ডেনরিচে কাউন্সিলরের অঙ্গুলিহেলনে হয়েছে। এখানে তৃণমূলের এমআইসি বিধায়করাও জড়িও। নারায়ণপুরের ওই চত্বরটা ২,৩,৪ নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। বিল্ডিং প্ল্যান কীভাবে পাশ হয় আমরা জানি।”

যদিও মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, “আমি যখন শুনি পুকুর ভরাট হচ্ছে আমি লোক পাঠিয়ে বন্ধ করে পুকুর পুকুরের মতো করে দিতে বলেছি।” অন্যদিকে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, “ববিদা খুব অকপটে স্বীকার করেছেন এটা সামাজিক ব্যাধি। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর কলকাতা পুরনিগম দীর্ঘদিনের পুরনো। একটা ঘিঞ্জি শহর। বিধাননগর তো প্ল্যান সিটি। এখানে ক্ষমা চাওয়ার কোনও অবকাশ নেই।”

Next Article