কলকাতা: বাংলার মসনদে পরপর তিনবার বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ধারণা এবার নাকি সর্বভারতীয় স্তরের রাজনীতিই মমতার লক্ষ্য। তাই সবার আগে ‘ঘর’ গুছিয়ে নেওয়াটাই জরুরি। আর সেই কারণেই ভোটের ফল প্রকাশের পর মেগা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। হলও তাই। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পেলেন তিনি। আর তাঁর ছেড়ে যাওয়া পদে আনা হল রাজনীতির জগতে আনকোরা মুখ সায়নী ঘোষ।
এক দিকে যেমন নতুন মুখকে জায়গা করে দেওয়া হয়েছে দলের সাংগঠনিক পদে। অন্য দিকে, তেমনই জায়গা পেয়েছেন অভিজ্ঞ নেতা-নেত্রীরা। দলের বিভিন্ন পদে জায়গা করে নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, পূর্ণেন্দু বসু, দোলা সেনের মতো অভিজ্ঞতা সম্পন্ন নেতা-নেত্রীরা। আবার অন্য দিকে, সাবনী ছাড়াও নতুন মুখ হিসেবে সাংগঠনিক পদ পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী।
আরও পড়ুন: তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ চালু, মন্ত্রীদের ছাড়তে হবে লালবাতি গাড়ি, কড়া নির্দেশ মমতার
একনজরে কে কোন পদে জায়গা পেলেন:
সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক: অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি: সায়নী ঘোষ
শ্রমিক সংগঠনের সভাপতি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি: কাকলি ঘোষ দস্তিদার
কৃষক সংগঠনের সভাপতি: পূর্ণেন্দু বসু
সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের সভাপতি: দোলা সেন
কালচারাল সেলের প্রধান: রাজ চক্রবর্তী
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক- কুণাল ঘোষ
বঙ্গ জননী শাখার প্রধান: মালা রায়
রাজ্য সম্পাদক: আশীষ চক্রবর্তী, অসীম মাঝি, বেচারাম মান্না, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়