Rajarhat Bike Accident: বেপরোয়া গতির বলি! রাজারহাটে বাইক দুর্ঘটনায় মৃত ব্যবসায়ী
Bike Accident: রাজারহাটে লাঙ্গল পোতা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা: বেপরোয়া গতির জেরে পথদুর্ঘটনা বলি বাইক আরোহী। তিনি পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাজারহাটে লাঙ্গল পোতা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম চিরঞ্জিত তরফদার।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিরঞ্জিত এদিন সকালে বাইকে মাছিভাঙার দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চিরঞ্জিতের বাইকের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। তাঁর সহকর্মীরা জানাচ্ছেন, খুব সম্ভবত ভোরের বাজার ধরার জন্যই বাইকের গতি বাড়িয়েছিলেন তিনি। কিন্তু এই ভাবে যে গতি তাঁর প্রাণ কাড়বে, বুঝতেও পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দ্রুত গতিতে ছুটে আসা বাইক সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন চালক। তাঁর মুখে ও মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে। মুখের একাংশ থেঁতলে যায়।
শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রাই। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “দূর থেকেই দেখছিলাম, বাইকটি অত্যন্ত ঝড়ের গতিতে যেন উড়ে আসছে। ওই বাইকের আশেপাশে কোনও গাড়ি ছিল না। বাইকটা নিজেই এসে ধাক্কা দিল গাড়িটাকে। চালক তারপর অনেকটা দূর গিয়ে ছিটকে পড়লেন।”
আরেক প্রত্যক্ষদর্শীর কথায়, “দেখে মনে হচ্ছিল ওই ব্যক্তি মাছ ব্যবসায়ী। হয়তো ভোরের বাজার ধরতে দেরি হয়ে যাচ্ছিল, তাই ঝড়ের গতিতে বাইক চালাচ্ছিলেন। কিন্তু এইভাবেই গেল প্রাণ!”
প্রসঙ্গত, গত মাসেই সল্টলেকে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেক্টর ৫-এ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন ওই যুবক। ফেরার পথেই বাসের ধাক্কায় মৃত্যু যুবকের। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাস। পরে বাসটিকে আটক করে পুলিশ।
সেক্টর ফাইভের বেনফিশ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। বাস থেকে নামতে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় অপর এক বাসের চাকায় পিষ্ট হন তিনি। মহম্মদ জিসান নামে ওই যুবক বিহারের গয়ার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পরে বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বেপরোয়া গতির কারণে বাস ধাক্কা মেরে পালিয়ে যায়।
তার আগেই নিউটাউন মিষ্টি হাবের সামনে বাস স্ট্যান্ডে একটি দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা মেরে উল্টে যায় একটি কন্টেনার। ভোরে রাস্তায় লোকসংখ্যা কম থাকায় বড়সড় দুর্ঘটনা সেক্ষেত্রে এড়ানো সম্ভব হয়।