কলকাতা: সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ নিয়ে রাজ্যের বর্তমান শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভূরি ভূরি। পরিস্থিতির সামাল দিতে তৃণমূল রাজ্যের প্রাক্তন শাসক বামেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। বামেদের বিরুদ্ধে নিয়োগে দু্র্নীতি নিয়ে অভিযোগ করতে গিয়েই তৃণমূল নেতাদের মুখে উঠে এসেছে চিরকুট প্রসঙ্গ। তৃণমূলের অভিযোগ বাম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি করে দেওয়া হত। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে জনসভা থেকে বামেদের বিরুদ্ধে চিরকুটে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। যদিও ঘাসফুল শিবিরের এই অভিযোগ নস্যাৎ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি সাফ জানিয়েছেন, বাম আমলে চিরকুট প্রথার কথা কোনও দিন শোনেননি। অতীতের সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে চিরকুট দিয়ে যে চাকরি হত, সেই প্রথার অবসান ঘটিয়ে স্বচ্ছ নিয়োগ বামেরা শুরু করেছিল বলে দাবি তাঁর।
টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চিরকুট প্রসঙ্গে বিমান বসু বলেছেন, “আমি বামফ্রন্ট আমলে চিরকুটচ প্রথার কথা কোনও দিন শুনিনি। চিরকুট প্রথার কথা মাননীয়া মুখ্যমন্ত্রী এক বার বলেছিলেন। সে প্রথা ছিল ১৯৭২ সালে, যখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নবান্নে জায়গা ছিল না। চিরকুট দিয়ে পাঠিয়েছে। চাকরি দিতে হবে। বাম আমলে এ রকম ঘটেছে বলে আমার জানা নেই। বাম আমলে এ রকম ঘটনার কথা যদি কেউ জানে, তাহলে মিডিয়াকে জানাক। এখন তো সবাই সব কিছু জানে।”
চিরকুটের মাধ্যম চাকরি দেওয়ার অভিযোগ খারিজ করার পাশাপাশি বাম আমলে নিয়োগের স্বচ্ছতার উদাহরণও দিয়েছেন বিমান বসু। বাম আমলে লোকমুখে ঘোরা বিভিন্ন কথা তুলে বামফ্রন্ট সরকারের স্বচ্ছতার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন বিমান বসু। এ ব্যাপারে তিনি বলেছেন, “একসময় বামফ্রন্ট আমলে পার্টির অভ্যন্তরে একাংশের মধ্যে এ কথা চালু ছিল- চাকরির বেলা মেধা, ঝান্ডার বেলায় গাধা। এই কথা যাঁরা যাঁরা শুনেছেন বা জানেন তাঁরা যেন এক বার বলে দেয়।”