CM Mamata Banerjee’s Birthday: ‘উন্নয়নের মধ্যে সারা বাংলার মানুষকে হাঁটতে শিখিয়েছেন’, মুখ্যমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করে ৭১ কেক কাটলেন কাজল শেখ

Mamata banerjee: এখানে উল্লেখ্য, ভোটের আগে আবারও উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।

CM Mamata Banerjees Birthday: উন্নয়নের মধ্যে সারা বাংলার মানুষকে হাঁটতে শিখিয়েছেন, মুখ্যমন্ত্রীকে মা সম্বোধন করে ৭১ কেক কাটলেন কাজল শেখ
মমতার জন্মদিন পালনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 05, 2026 | 1:25 PM

কঙ্কালীতলা: আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর তাঁর ৭১তম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পুজো দেওয়া হল ৭১ টি ডালি দিয়ে। কাটা হল ৭১ টি কেক। সতীপীঠ কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়। একই সঙ্গে এলাকার প্রায় ১৮০০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের মরসুমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, “আজ বাংলা বাঘিনীর জন্মদিন। উন্নয়নের মধ্যে সারা বাংলার মানুষকে হাঁটতে শিখিয়েছেন। সেই মায়ের জন্মদিন। তাই কঙ্কালীতলার পুরোহিতদের নিয়ে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম।”

এ দিন, রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন যে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সামাজিক মাধ্যমে মমতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি।

এখানে উল্লেখ্য, ভোটের আগে আবারও উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।