AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতার ‘বুথ-ধর্নার’ জেরে ২ শতাংশ ভোট কমেছে নন্দীগ্রামে, কমিশনে নালিশ বিজেপির

নন্দীগ্রামে বয়ালের ৭ নম্বর বুথে যেভাবে তৃণমূল নেত্রী ঘণ্টাদুয়েক বসেছিলেন, সেই কারণে নন্দীগ্রামে ২ শতাংশ ভোট কমে গিয়েছে বলে দাবি করে বিজেপি।

মমতার 'বুথ-ধর্নার' জেরে ২ শতাংশ ভোট কমেছে নন্দীগ্রামে, কমিশনে নালিশ বিজেপির
| Updated on: Apr 02, 2021 | 4:28 PM
Share

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের পরের দিন তৃণমূলের (TMC) পর এ বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপিও (BJP)। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেই নালিশ নিয়ে আজ কমিশনে যায় বিজেপি। নন্দীগ্রামে বয়ালের ৭ নম্বর বুথে যেভাবে তৃণমূল নেত্রী ঘণ্টাদুয়েক বসেছিলেন, সেই কারণে নন্দীগ্রামে ২ শতাংশ ভোট কমে গিয়েছে বলে দাবি করে বিজেপি। জেড প্লাস নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে ওই বুথে বসেছিলেন, তাতে ১৪৪ ধারাও জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে বিজেপির দাবি।

বঙ্গ বিজেপির পক্ষ থেকে শুক্রবার কমিশনে যান শিশির বাজোরিয়া ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেখানে গিয়ে বিজেপি নেতারা দাবি করেন, “প্রার্থী মমতা বুথে ধর্না দিয়েছেন। ১৪৪ ধারাকে জলাঞ্জলি দিয়ে কী করে একজন প্রার্থী ধর্না দিতে পারেন?” প্রশ্ন তোলেন বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের পক্ষ থেকে আরও দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই নন্দীগ্রামে ২ শতাংশ ভোট কমে গিয়েছে। তথাগতর কথায়, “প্রার্থী অবশ্যই ভোট কেন্দ্রে যেতে পারেন। কিন্তু তিনি এমন কিছু করতে পারেন না যাতে আইনভঙ্গ হতে হয়। ভোটের গতি কমিয়ে দেওয়া উদ্দেশ ছিল।”

আরও পড়ুন: ভোট মিটলেও অশান্ত কেশপুর, নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট স্লথ করে দেওয়ার এই একই অভিযোগ গতকালও তোলা হয়েছিল বিজেপির তরফে। যদিও কিছুক্ষণের মধ্যেই কমিশন পালটা জানায়, মমতা যতক্ষণ বুথে বসেছিলেন ততক্ষণ ভোটপ্রক্রিয়া বিঘ্নিত হয়নি। কিন্তু আজও এখই অভিযোগ তুলেছে বিজেপি। একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভোট পরিচালনা করা হয়েছে তাতে গেরুয়া শিবির খুশি।

অন্যদিকে কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় সকাল ৭টা থেকে ৬:৩০টা পর্যন্ত মোট ৩০ টি আসনে ৮৬.০৮ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৮৬.৫৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৭.২৪ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮৩.৮১ শতাংশ এবং বাঁকুড়ায় ৮৬.৯০ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন: ‘নন্দীগ্রাম থেকেই জিতব, আর কোথাও দাঁড়াব না’, দ্বিতীয় আসনের জল্পনায় জল ঢাললেন খোদ মমতা