AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নন্দীগ্রাম থেকেই জিতব, আর কোথাও দাঁড়াব না’, দ্বিতীয় আসনের জল্পনায় জল ঢাললেন খোদ মমতা

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বিতীয় আসনে লড়াই করার জল্পনা করেছিলেন খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনৈতিক মহলে একাধিক আসন নিয়ে আলোচনাও শুরু হয়।

'নন্দীগ্রাম থেকেই জিতব, আর কোথাও দাঁড়াব না', দ্বিতীয় আসনের জল্পনায় জল ঢাললেন খোদ মমতা
ছবি- পিটিআই
| Updated on: Apr 02, 2021 | 1:34 PM
Share

দিনহাটা: ‘নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছি, নন্দীগ্রাম থেকেই জিতব।’ দ্বিতীয় দফার ভোটের পরের দিনই আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বললেন মমতা। সেই সঙ্গে অন্য কোনও কেন্দ্র থেকে লড়াই করার জল্পনাও উড়িয়ে দিলেন তিনি। বললেন, ‘আর কোথাও দাঁড়াব না।’

বৃহস্পতিবার রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ‘নন্দীগ্রামে আজ যা হল, তাতে পরিষ্কার যে দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন।’ মমতা দ্বিতীয় কোনও আসন থেকে লড়তে পারেন, এমন জল্পনাও তৈরি করেন তিনি। তারপর রাজনৈতিক মহলে শোনা যায় কানাঘুষো। তবে কী নন্দীগ্রামের পর অন্য় কোনও আসন থেকেও লড়বেন মমতা? এ দিনের সভা থেকে সেই জল্পনায় জল ঢেলে তিনি বলেন, ‘আর কোথাও দাঁড়াব না। নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছি, নন্দীগ্রাম থেকেই জিতব।’ মোদীকে বার্তা দিয়ে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘আমি আপনার দল করি না। আমাকে কন্ট্রোল করবেন না। আপনার বুদ্ধিতে কাজ করব না।’

শাসকদলের পক্ষ থেকে অবশ্য আগেই দাবি করা হয়, প্রধানমন্ত্রীর এই দাবি ‘অসত্য’। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে নিশ্চিতভাবে জয়লাভ করবেন, তাই অন্য কোনও আসনে লড়ার প্রশ্নই নেই। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “এমন অসত্য ভাষণ তথা অপপ্রচার কোনও প্রধানমন্ত্রী যে করতে পারেন তা বিস্ময়কর। তিনি আরও বলেন, আমাদের দাবি প্রধানমন্ত্রী তাঁর এই আজগুবি বক্তব্য প্রত্যাহার করুন এবং এই মন্তব্যের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান।”

নন্দীগ্রামের ভোটের দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ধরেছিল। নন্দীগ্রামের ভোটের দিন বয়ালে ৭ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সেই অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে চারটে গোঁফওয়ালা লোক ঘিরে ধরে বলে, ‘ভাগো’। এত ঔদ্ধত্য!’ তিনি বললে লোক ছুটে এসে ঘিরে ধরত বলে দাবি করেন তিনি। তবে তাঁর দাবি, শান্তিপূর্ণ ভোট চান বলেই কিছু বলেননি।

বৃহস্পতিবারে মতো এ দিনও তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন নয়, ভোট পরিচালনা করছেন অমিত শাহ। তাই ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলেন তিনি। তিনি উল্লেখ করেন, নন্দীগ্রামে তাণ্ডব করেছে সিআরপিএফ। ফের একবার মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, অমিত শাহরা চলে যাবেন। ২ মে সরকার গড়লে তিনিই থাকবেন। তাই কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘অত্যাচার বন্ধ করুন।’

আরও পড়ুন: বাসে মহিলাদের টিকিট কাটতে হবে না, আশ্বাস শাহের

দিনহাটার বিজেপি প্রার্থী বিজেপি সাংসদ নিশীথ প্রামণিককেও কটাক্ষ করেন তিনি। বলেন, ও কেমন ছেলে আমি বলব না। সাংসদ হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে নিশীথকে সে কথা উল্লেখ করে মমতা বলেন, সাংসদ হয়েছে, এবার বিধা.ক হবে, তারপর কাইন্সিলর হবে, জুতোর দোকান করবে, মিষ্টির দোকান করবে, আর কী করবে। তাঁর কথায়, সিংহ থেকে ইঁদুর, তাও হতে পারবে না।