Form 7: ‘আরও সাতদিন সময় দেওয়া হোক’, ফর্ম ৭ নিয়ে ফের কমিশনের দ্বারস্থ বিজেপি

SIR in Bengal: খসড়া তালিকায় কোনও মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম থাকলে, তাঁর নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ ফিল আপ করে জমা দিতে হয়। সেই ফর্ম ৭ নিয়েই যত বিতর্ক। ফর্ম ৭ নিয়ে জমা দিতে যাচ্ছেন বিজেপির কর্মীরা। আর তৃণমূলের অভিযোগ, ওই ফর্ম নিয়ে আদতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল।

Form 7: আরও সাতদিন সময় দেওয়া হোক, ফর্ম ৭ নিয়ে ফের কমিশনের দ্বারস্থ বিজেপি
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

Jan 20, 2026 | 9:18 AM

কলকাতা: সোমবার ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে জায়গায় জায়গায় সংঘর্ষের ছবি সামনে এসেছে দিনভর। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার, ১৯ জানুয়ারিই ছিল ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিন। আগে ১৫ জানুয়ারি অবধি সময় দেওয়া হলেও, পরে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় কমিশনের তরফে। এবার সেই সময়সীমা আরও বাড়াতে হবে বলে আর্জি জানাল বিজেপি। সোমবার সন্ধেয় এই দাবি নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিজেপির দাবি, ফর্ম ৭ জমা দিতে গেলেই কোনওভাবে তৃণমূলের বাহিনী খবর পেয়ে যাচ্ছে। তারপরই বিজেপির কার্যকর্তাদের মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আরও অন্তত সাতদিন সময়সীমা বাড়ানো হোক বলে দাবি জানিয়েছে বিজেপি। এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে বিজেপি।

খসড়া তালিকায় কোনও মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম থাকলে, তাঁর নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ ফিল আপ করে জমা দিতে হয়। সেই ফর্ম ৭ নিয়েই যত বিতর্ক। ফর্ম ৭ নিয়ে জমা দিতে যাচ্ছেন বিজেপির কর্মীরা। আর তৃণমূলের অভিযোগ, ওই ফর্ম নিয়ে আদতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল।

সোমবার দিনভর রাজ্যের একাধিক জায়গায় ফর্ম ৭ ছিঁড়ে দেওয়ার বা পুড়িয়ে দেওয়ার ছবি দেখা গিয়েছে। সম্প্রতি এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেউ বাড়াবাড়ি করলে, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে একটু ডিজেটাও শুনিয়ে দেবেন’। সোমবারের পর প্রশ্ন উঠেছে, সেই নির্দেশই কি মেনে চলছে তৃণমূলের কর্মীরা?