BJP Fact Finding Team: মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলেনি, সিপি-র সঙ্গে দেখা করতে লালবাজারে বিজেপির অনুসন্ধানকারী দল

BJP Fact Finding Team: দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের ওই দল গড়ে দিয়েছেন।  বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে এই টিম, দলে রয়েছেন  বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।

BJP Fact Finding Team: মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলেনি, সিপি-র সঙ্গে দেখা করতে লালবাজারে বিজেপির অনুসন্ধানকারী দল
লালবাজারে বিজেপির অনুসন্ধানকারী দলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2025 | 3:14 PM

কলকাতা: কসবাকাণ্ডে কলকাতায় এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই রাজ্যকে কড়া আক্রমণ বিজেপির অনুসন্ধান দলের। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের ওই দল গড়ে দিয়েছেন।  বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে এই টিম, দলে রয়েছেন  বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।

সাংসদ সত্যপাল সিং বলেন, “আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই ধরনের ঘটনার থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। পুলিশের কী ভূমিকা ছিল, সেটাও দেখা হবে। আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।” ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বলেন, “এই রাজ্যে অরাজকতা চলছে। রাজ্য পহেলগাঁওতে টিম পাঠাতে পারে, হাথরসে টিম যেতে পারে, কিন্তু অন্য দলের কোনও টিম আসবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে না। মুখ্যসচিব দেখা করবেন না। ডিজিপি দেখা করবেন না। এটা অগণতান্ত্রিক চিন্তাভাবনা।” উল্লেখ্য, মুখ্যসচিবের সঙ্গে  সাক্ষাতের অনুমতি চেয়েও মেলেনি বলে অভিযোগ। তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা তাঁদের সময় দিয়েছেন। লালবাজারের উদ্দেশে রওনা দিচ্ছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

লালবাজার থেকে সোজা কসবা ল’কলেজে পৌঁছানোর কথা রয়েছে তাঁদের। সেখানে কলেজের গভর্নিং বডির সঙ্গেও দেখা করতে চান। তবে এটা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন টিমের সদস্যরা। তাঁদের বক্তব্য, কলেজে যাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনও অনুমতি পাননি। মুখ্যসচিবের সঙ্গে দেখা করার ভাবনা বাতিল করা হয়েছে অনুসন্ধানকারী দলের তরফে।