Amit Shah rally in Kolkata: শাহি-সভার পাশে রাখা একগুচ্ছ ‘ড্রপ বক্স’, ২৪-এর আগে নয়া কৌশল বিজেপির

Amit Shah rally in Kolkata: বিজেপির সভায় বিজেপির মূল ইস্যু হতে চলেছে কেন্দ্রীয় স্কিম থেকে বঞ্চনা আর দুর্নীতির অভিযোগ। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও এই বিষয়েই কথা বলবেন বলে জানা যাচ্ছে। আর তার সঙ্গেই থাকছে এই ড্রপ বক্স।

Amit Shah rally in Kolkata: শাহি-সভার পাশে রাখা একগুচ্ছ ড্রপ বক্স, ২৪-এর আগে নয়া কৌশল বিজেপির
মঞ্চের পাশে বঞ্চনা ভাণ্ডারImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 29, 2023 | 11:20 AM

কলকাতা: কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বাংলাকে, এই অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত ছুটে গিয়েছিল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রকের দফতর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। জব কার্ড হোল্ডারদের টাকা আটকে রাখার অভিযোগ তুলে যখন সরব রাজ্যের শাসক দল, তখনও পাল্টা অভিযোগে পিছিয়ে থাকতে রাজি নয় বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় সরকারি স্কিম থেকে বঞ্চনা করা হচ্ছে বলে এবার অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ জানানোর জন্য ড্রপ বক্সেরও ব্যবস্থা করা হল এবার।

আজ, বুধবার ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভামঞ্চের পাশে রাখা হয়েছে একাদিক টিনের বাক্স। পাশে লেখা রয়েছে ‘বঞ্চনা ভাণ্ডার’। শুধু বিজেপি নয়, যে কোনও দলের সদস্য বা অরাজনৈতিক ব্যক্তিরাও ওই বাক্সে বঞ্চনার অভিযোগ জানাতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

এদিনের সভায় বিজেপির মূল ইস্যু হতে চলেছে কেন্দ্রীয় স্কিম থেকে বঞ্চনা আর দুর্নীতির অভিযোগ। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও এই বিষয়েই কথা বলবেন বলে জানা যাচ্ছে। আর তার সঙ্গেই থাকছে এই ড্রপ বক্স। আপাতত শহরের মঞ্চের পাশে বাক্সগুলি রাখা হলেও পরবর্তীতে জেলাতেও এই সব বাক্স পৌঁছে দেবে বিজেপি।

এদিকে, বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহকে খোলা চিঠি দিচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রী। সেখানে মূলত আর্থিক বঞ্চনার অভিযোগ সামনে আনছেন তাঁরা।