Sajal Ghosh: ‘তুই এমন কী করলি যে তোকে শোকজ করল?’, পুত্র সজলকে প্রশ্ন প্রদীপের

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Sep 17, 2023 | 9:56 PM

Sajal Ghosh: এদিন সজল ঘোষ কিছুটা আবেগতাড়িত হয়েই বলেন, "আমার বাবা বেশ বয়স্ক। মানসিকভাবে একটু স্থবির। তবে বাবা কিন্তু দীর্ঘদিন পুরনিগম চালিয়েছেন। বাবা খুব দুঃখিত। বললেন, তুই এমন কী কাজ করলি যে তোকে শোকজ করা হল?"

Sajal Ghosh: তুই এমন কী করলি যে তোকে শোকজ করল?, পুত্র সজলকে প্রশ্ন প্রদীপের
কাউন্সিলর সজল ঘোষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা পুরনিগমে কাউন্সিলরদের হাতাহাতির ঘটনা দেখা গিয়েছে শনিবার। কলকাতা পুরনিগমে অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কলার ধরার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে। এই ঘটনায় বিভিন্ন মহল নিন্দায় সরব। এমন ঐতিহ্যবাহী পুরনিগমের অধিবেশনকক্ষে এমন ছবি, কার্যত লজ্জার। এই ঘটনায় শোকজের নোটিস ধরানো হয়েছে অসীম বসু ও সজল ঘোষকে। কলকাতা পুরনিগমের চেয়ারপার্সন মালা রায় শোকজ করেছেন তাঁদের। এই ঘটনা অত্যন্ত খারাপ লেগেছে কলকাতার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষের, রবিবার টিভিনাইন বাংলাকে জানালেন বিজেপি নেতা সজল ঘোষ। প্রদীপ ঘোষ সজল ঘোষের বাবা। দীর্ঘদিনের রাজনীতিক তিনি। এখন লেবুতলা পার্কের পুজো সজল ঘোষের পুজো হিসাবে পরিচিতি পেলেও, একটা সময় এ পুজো প্রদীপ ঘোষের পুজো হিসাবেই পরিচিত ছিল।

এদিন সজল ঘোষ কিছুটা আবেগতাড়িত হয়েই বলেন, “আমার বাবা বেশ বয়স্ক। মানসিকভাবে একটু স্থবির। তবে বাবা কিন্তু দীর্ঘদিন পুরনিগম চালিয়েছেন। বাবা খুব দুঃখিত। বললেন, তুই এমন কী কাজ করলি যে তোকে শোকজ করা হল? আসলে বাবাকে তো বোঝাতে পারব না আমি কোনও দোষ করিনি। এটা খুবই আবেগতাড়িত স্বীকারোক্তি আমার।”

পাল্টা অসীম বসুর বক্তব্য, “প্রদীপদা শ্রদ্ধেয় ব্যক্তি। প্রদীপদার সঙ্গে যখনই দেখা হয়েছে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। যদি আগামিকালও দেখা হয় তাঁর পায়ে হাত দিয়েই প্রণাম করব। যা ঘটেছে ছোট্ট একটা ঘটনা। আগামিদিনে যদি সজলের আমাকে দরকার পড়ে আমি কিন্তু ওর পাশে দাঁড়াব।”

Next Article