কলকাতা: শুধু সাধারণ মানুষই নন, এবার এসএসকেএমে বেড না পাওয়ার অভিযোগ তুললেন রাজ্যের বিধায়কও। বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁরই অভিযোগ, দলের এক কর্মীকে নিয়ে গত কয়েকদিন ধরে হন্যে হয়ে ঘুরছেন তিনি। অথচ কোনওভাবেই বেড পাচ্ছেন না এসএসকেএমে। বঙ্কিম ঘোষের দাবি, একজন বিধায়কেরও যদিও এই পরিস্থিতি হয়, তাহলে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের কী কী অবস্থার মুখোমুখি হতে হয় তা বোঝাই যাচ্ছে।
চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি জানান, তাঁরই এক দলীয় কর্মী ৩২ বছর বয়সি মিলন বিশ্বাসের ব্রেন স্ট্রোক হয় ১৩ দিন আগে। বঙ্কিম ঘোষের বক্তব্য, সেদিন রাত থেকে কল্যাণীর জেএনএম-সহ একাধিক স্থানীয় হাসপাতালে ঘুরেছেন। তবে সব জায়গা থেকেই শুনতে হয়েছে, বেড নেই।
বিধায়ক জানান, এরপরই মিলন বিশ্বাসকে কলকাতায় নিয়ে আসা হয়। কিন্তু এখানে এসেও একই পরিস্থিতির মুখে পড়তে হয় বলে অভিযোগ। রোগীকে বাঁচাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বটে। কিন্তু সেখানে আপাতত প্রায় ৫ লক্ষ টাকা বিল হয়ে গিয়েছে।
বঙ্কিম ঘোষের কথায়, “চেষ্টা করছিলাম সরকারি হাসপাতালে একটু যদি জায়গা পাওয়া যায়। ১০ দিন ধরে পিজিতে ঘুরছি, তিনদিন আমিও এসেছি আইসিইউ বেড পাচ্ছি না। আমি একজন বিধায়ক, আমিই রোগী ভর্তি করাতে পারছি না। নিজে হাসপাতালে ঘুরেও রোগীকে চিকিৎসা পাইয়ে দিতে পারছি না। তাহলে একবার ভাবুন আমাদের রাজ্যের সাধারণ মানুষের কী অবস্থা? এখানকার এক কর্মচারি আমাকে বলছিলেন, ৫০টা আইসিইউ বেড আছে, একদিকে ৫ হাজার জন লাইনে। বেড কী করে পাবেন? সরকার বলে এ রাজ্যে স্বাস্থ্যের পরিষেবা ভাল। এটাই বুঝি ভালর নমুনা?”