Dilip Ghosh: বইমেলায় গিয়ে ছোটবেলার স্মৃতি চোখের সামনে ঘুরপাক দিলীপের

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Jan 24, 2024 | 9:29 PM

Dilip Ghosh: এদিন বইমেলার মাঝে একটি আচারের দোকান দেখেও দাঁড়িয়ে পড়েন দিলীপ। কত রকমের আচার রয়েছে, কী কী রয়েছে সবটা খোঁজ নেন। দিলীপের সংযোজন, "কলকাতা বইমেলার আলাদা আকর্ষণ আছে। আলাদা আঙ্গিক আছে। আবহাওয়ার কারণে অনেকে আসতে পারেননি। রোজ আসুন বইমেলায়। নতুন বই কেনার সুযোগ কাজে লাগান।"

Dilip Ghosh: বইমেলায় গিয়ে ছোটবেলার স্মৃতি চোখের সামনে ঘুরপাক দিলীপের
বইমেলায় দিলীপ ঘোষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

রঞ্জিত ধর

কলকাতা: বইমেলায় ঘুরলেন দিলীপ ঘোষ। কখনও চায়ের কাপ হাতে, কখনও আবার কারও আবদারে সেলফির মুডে দেখা গেল এই বিজেপি সাংসদকে। বুধবার জনবার্তা, বিশ্ব হিন্দু পরিষদ, আনন্দমার্গ প্রকাশন থেকে শুরু করে কলকাতা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখলেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে কাছে পেয়ে বইমেলায় আসা বইপ্রেমীরা সেলফিও তুললেন তাঁর সঙ্গে। বিভিন্ন বুক স্টলে প্রকাশকদের সঙ্গে কথাও বলেন দিলীপ।

দিলীপ ঘোষের কথায়, বইমেলায় যেন সকলে আসেন। বই কেনা, বই পড়ার পাশাপাশি একসঙ্গে মিলিত হওয়ার জায়গা এই বইমেলা প্রাঙ্গণ। এদিন বইমেলায় এসে শৈশবের স্মৃতিচারণও করতে শোনা যায় দিলীপ ঘোষকে। স্বদেশি যুগের সুলেখা কালি সংস্থার স্টলে এদিন যান দিলীপ ঘোষ। সেখানে ঢুকে নিজের ছোটবেলা নিয়ে দিলীপ বলেন, “সে সময় ঝরনা কলম ছিল। গ্রামে সরকাঠি কেটে লিখতাম আমরা। তখনও কলম পৌঁছয়নি গ্রামে। এই পেনের কালির কথা ভুলেই গিয়েছিলাম আমরা। বইমেলায় এসে নতুন রূপে দেখে ভাল লাগছে। আরও কিছু প্রাচীন ঐতিহ্য উঠে দাঁড়াক।”

এদিন বইমেলার মাঝে একটি আচারের দোকান দেখেও দাঁড়িয়ে পড়েন দিলীপ। কত রকমের আচার রয়েছে, কী কী রয়েছে সবটা খোঁজ নেন। দিলীপের সংযোজন, “কলকাতা বইমেলার আলাদা আকর্ষণ আছে। আলাদা আঙ্গিক আছে। আবহাওয়ার কারণে অনেকে আসতে পারেননি। রোজ আসুন বইমেলায়। নতুন বই কেনার সুযোগ কাজে লাগান।”

Next Article