TMC vs BJP: ‘লোক দেখানো সার্কাস’, তৃণমূলের বাসে চেপে দিল্লিযাত্রাকে খোঁচা লকেটের

TMC Bus Journey to Delhi: স্পেশাল ট্রেন না পেয়ে এবার বাসে করে কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, প্রায় ৫০টি ভলভো বাসের বন্দোবস্ত করা হচ্ছে। আর এই নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

TMC vs BJP: লোক দেখানো সার্কাস, তৃণমূলের বাসে চেপে দিল্লিযাত্রাকে খোঁচা লকেটের
লকেট চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Sep 30, 2023 | 2:36 PM

কলকাতা: একশো দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। স্পেশাল ট্রেন না পেয়ে এবার বাসে করে কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, প্রায় ৫০টি ভলভো বাসের বন্দোবস্ত করা হচ্ছে। আর এই নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের এই কর্মসূচিতে ‘লোক দেখানো’ ও ‘সার্কাস’ বলে খোঁচা দিলেন হুগলির বিজেপি সাংসদ।

উল্লেখ্য, তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে এই বাসগুলি উত্তর প্রদেশের উপর দিয়ে দিল্লিতে যাবে। উত্তর প্রদেশ বিজেপি শাসিত রাজ্য। সেক্ষেত্রে দিল্লিযাত্রা বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই নিয়ে আজ প্রশ্ন করা হলে লকেট বললেন, “কেউ তৃণমূলের এই সার্কাসে কেউ অংশ নেবে না। উত্তর প্রদেশের উপর দিয়ে গেলে, তাদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না।”

লকেট চট্টোপাধ্যায়ের আরও বক্তব্য, গোটা বিষয়টি ‘লোক দেখানো’  কর্মসূচি চলছে। বললেন, “যে মানুষগুলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক থেকে দুই তিন হাজারে নেমে এসেছে। এ তো বোঝাই যাচ্ছে লোক দেখানো চলছে।”

উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে এবার দিল্লিতে গিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। বাংলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন চেয়ে আইআরসিটিসির কাছে আবেদন করেছিল তারা। কিন্তু সেই ট্রেন মেলেনি। এরপরই বাসে করে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তৃণমূল। স্পেশাল ট্রেন না মেলা নিয়েও বিজেপিকে ইতিমধ্য়েই খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে বিজেপি পাল্টা আক্রমণ করে লেখা হয়েছে, “হকের পাওনা আদায়ের জন্য দিল্লি যেতে আমরা প্রস্তুত। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আমাদের স্পেশাল ট্রেন না দিতে পারে, কিন্তু আমরা আমাদের পথে অনড়। বাসে চেপে আমার দিল্লিতে যাব।”