Sukanta Majumdar in Bhawani Bhawan: মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে নিয়ে সটান হাজির সুকান্তরা, রাজীবকে না পেয়ে ভবানী-ভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা

Sukanta Majumdar in Bhawani Bhawan:আজ সুকান্ত ছাড়াও রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলকে ভবানী ভবনে ঢোকার আগেই আটকায় পুলিশ। তাদের দাবি,আগাম অনুমতি না নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এভাবে দেখা করা সম্ভব নয়। এরপর সেই নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

Sukanta Majumdar in Bhawani Bhawan: মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে নিয়ে সটান হাজির সুকান্তরা, রাজীবকে না পেয়ে ভবানী-ভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা
ধরনায় সুকান্তরাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 16, 2025 | 6:08 PM

কলকাতা: পয়লা বৈশাখের দিন থেকে খানিক শান্ত হয়েছে মুর্শিদাবাদ। তবে ঘরছাড়া অসংখ্য মানুষ। ইতিমধ্যেই গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণাও করা হয়েছে। এই আবহের মধ্যেই এবার কয়েকজন গৃহহীনকে সঙ্গে নিয়ে ভবানী-ভবনের সামনে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ঘরছাড়াদের কথা বলানোর জন্য সেখানে পৌঁছলেন তিনি।

আজ সুকান্ত ছাড়াও রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলকে ভবানী ভবনে ঢোকার আগেই আটকায় পুলিশ। তাদের দাবি,আগাম অনুমতি না নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এভাবে দেখা করা সম্ভব নয়। এরপর সেই নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

অপরদিকে, বিজেপির প্রতিনিধি দলের দাবি, ভিটে-মাটি হারা এই সকল গৃহহীনদের নিয়ে এসেছেন রাজীব কুমারের সঙ্গে দেখা করাতে। তাঁদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বর্তমানে তাঁরা কোন পরিস্থিতিতে রয়েছেন সবটাই ডিজিকে জানাতে চাইছেন তাঁরা। সেই কারণে রাজীবের সঙ্গে দেখা না করে কোনও মতেই ফিরবেন না। ঘরছাড়া এক মহিলা বলেন, “আমাদের বাড়ি নেই। আমাদের কোনও ঘর নেই। আমরা বাড়িছাড়া। সব জ্বালিয়ে দিয়েছে। তাই দেখা না করে যাব না।”

এ দিকে, জানা যাচ্ছে ডিজি এই মুহূর্তে নেই ভবানী-ভবনে। তবে বিজেপিও ছাড়তে নারাজ। সেই কারণে পুলিশের হেডকোয়ার্টারের সামনেই গৃহহীনদের নিয়ে বসে রয়েছেন সুকান্ত মজুমদাররা। কোনও ভাবে কথা না বলে তারা ফিরবেন না বলে পরিষ্কার জানিয়েছেন।