কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে রেলের সাফল্যকে বড় করে তুলে ধরবে রাজ্য বিজেপি। এখনও পর্যন্ত পাঁচটি বন্দে-ভারত ট্রেন পেয়েছে এ রাজ্য। রাজ্যের ৩৭টি স্টেশনকে নতুন করে দেখা যাবে। ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় এই স্টেশনগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন করে নন্দীগ্রামে রেল প্রকল্পের দাবি মেনে নিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের জন্য বরাদ্দ ১৯০ কোটি টাকা। এই বিষয়গুলিকেই হাতিয়ার করে প্রচারে ঝাঁপাতে চলছে এ রাজ্যের পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে বলা হবে একটি রাজ্যের জন্য রেলের এত উন্নয়ন খুব কমই চোখে পড়েছে। বিজেপি-র দাবি রাজ্য একটু সহযোগিতা করলে আরও রেল প্রকল্পের কাজ হতে পারত এ রাজ্যে।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপি এ রাজ্যে যেটা বলে সেটা করে। বাংলায় রেলকে আরও গতিশীল করতে, যাত্রী সুরক্ষার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই সচেষ্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের যে যে ঘোষণা করেছিলেন তার ৯৫ শতাংশও বাস্তবায়িত হয়নি। শুধু ঘোষণার জন্য ঘোষণা ছিল। কিন্তু বিজেপি কাজ করে দেখিয়েছে। মানুষ এখানকার বুঝতে পারছেন প্রকৃত উন্নয়ন কে করছে আর কারা বাধা দিচ্ছে।”
উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। সেই কারণে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বঙ্গ বিজেপি। জমি এক ইঞ্চিও ছাড়তে নারাজ পদ্ম শিবির। বাংলা দখলে যেখানে-যেখানে দলের খামতি তার সব দিকেই নজর দিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বুথ সশক্তিকরণের কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময়ও জনসংযোগে জোর দেওয়ার কথা বলা হয়েছে।