
কলকাতা: এসআইআর-এর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, এসআইআর কোনও ভয়ের বিষয় নয় এই কথা বোঝাতে গিয়েই আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জগন্নাথ নগর মেলাঘাটা এলাকায় আক্রান্ত বিজেপির ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিএলও-র অনুমতি নিয়ে বিএলএ ২ অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। তাই ১৮ নম্বর ওয়ার্ডের মহেশতলার ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট সাধারণ মানুষকে বিএলএ ২-এর সহায়ক হিসেবে এসআইআর সম্পর্কে বোঝাচ্ছিলেন। এরপর তিনি যখন মহেশতলায় জগন্নাথ নগরে তাঁর বাড়িতে ফিরছিলেন, সেই সময় মেলাঘাটা রেললাইনের ধারে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।
অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তাঁকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে। মাথা রাস্তায় ঠুকে, হাত মুচড়ে, চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাঁচ থেকে ছয় জন মিলে মারধর করে। তারপর ছেড়ে দেওয়া হয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখান থেকে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়।
ইতিমধ্যে বিদ্যাসাগর হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় বিদ্যাসাগর হাসপাতাল থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এই ঘটনায় আতঙ্কিত বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মণ্ডল।
মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েতে এদিনই অভিযোগ উঠেছে, বিজেপির বিএলএ ২ নিবাস দাসের গলায় জুতোর মালা পরানো হয়। ঘটনায় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন জুতোর মালা নিয়ে নিবাস দাস মহকুমা শাসকের দফতরের সামনে যায়। বিজেপির তরফে জানানো হয়েছে, মহকুমা শাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।