কলকাতা: কোভিড আবহে রক্তদানের নতুন নিয়ম। করোনার টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ় নেওয়ার ২৮ দিন পর রক্তদানে অনুমতি। তার আগে রক্তদান নয়। নির্দেশিকা দিল জাতীয় রক্তসঞ্চালন পরিষদ। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের সময় রক্তদানে শর্তারোপ করেছিল জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ। কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর রোগীর নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নিয়ম চালু করল পর্ষদ।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় রক্তসঞ্চালন পরিষদের পরিচালন সমিতির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে কোনও অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের পর ১৪ দিন রক্ত দেওয়া যায় না। এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে ব্লাড ট্রান্সফিউশন বিভাগের চিকিৎসকেরা জানাচ্ছেন, বিসিজি বা যে কোনও ভাইরাসের ক্ষেত্রে রক্তদানে বিধি নিষেধ থাকে। করোনার ক্ষেত্রেও তা প্রযোজ্য। এ বিষয়ে একমত রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীরাও। কিন্তু তাঁদের বক্তব্য, রক্তদাতাদের একটি বড় অংশ হল চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মীরা।
প্রতি বছর গরমের সময় রক্তের আকাল দেখা যায়। এ বছর ভোটের কারণে রক্তের জোগানে সংকট বৃদ্ধির আশঙ্কা ছিলই। এর উপরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-পুলিশকর্মীরা নতুন নিয়মের কারণে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৫৬ দিন রক্ত দিতে না পারলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীরা। তবে, যেহেতু কোভিড রোগ নতুন এবং এর টিকাও নতুন। এখনও বহু ক্ষেত্রে পরীক্ষা-গবেষণা চলছে, তাই এক্ষেত্রে নতুন শর্তাবলী মেনে চলা ছাড়া অন্য কোনও পথ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।