AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘এসআইআরের তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে’, সাফ কথা শুভেন্দুর

SIR: এসআইআর আবহে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য কমিটির বাছাই নেতৃত্বকে নিয়ে বৈঠক সারল বিজেপি। রাজ্য কমিটি গঠন, SIR প্রস্তুতি, সিএএ ক্যাম্প সহ সামগ্রিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। বৈঠকের পরই বিএলও দের নিয়ে বড় কথা বললেন শুভেন্দু।

Suvendu Adhikari: ‘এসআইআরের তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে’, সাফ কথা শুভেন্দুর
রাজনৈতিক মহলে চড়ছে উত্তাপ Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 29, 2025 | 3:31 PM
Share

কলকাতা: সামনে ভোট, আর তার আগে এসআইআর নিয়ে ক্রমেই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা। এরইমধ্যে রাজ্য কমিটির বাছাই নেতৃত্বের বৈঠক সেরে ফের একবার BLO-দের হুশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিএলওদের কাজে নজর রাখার জন্য জেলা নেতৃত্বে ভরসা রাখছে বিজেপি, এসআইআর নিয়ে প্রয়োজনে খোলা হবে হেল্প ডেস্ক, বৈঠক সূত্রে খবর। “এসআইআরের তালিকায় ভুল হলে বিএলওদের জেলে যেতে হবে, বিহারে ৫২ জন বিএলও জেলে আছেন”, সাফ কথা শুভেন্দুর। তাঁর এ মন্তব্য নিয়ে নতুন করে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।  

এদিকে এসআইআর আবহে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য কমিটির বাছাই নেতৃত্বকে নিয়ে বৈঠক সারল বিজেপি। রাজ্য কমিটি গঠন, SIR প্রস্তুতি, সিএএ ক্যাম্প সহ সামগ্রিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ভূপেন্দ্র যাদব, সুনীল বনশালদের সঙ্গেই চলল বৈঠক। ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

সূত্রের খবর, গোটা পর্বে জেলা প্রমুখ নেতৃত্বের সঙ্গে জেলা ধরে ধরে একান্ত বৈঠক করবেন ভূপেন্দ্র যাদব। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “আজ চারটি সংগঠনিক জেলা নিয়ে আলোচনা হয়েছে, আগামীতে ৪৩টি সাংগঠনিক জেলার প্রমুখ নেতাদের নিয়ে এভাবেই আলোচনা হবে।” অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য,”একেবারেই সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসবে,  আমাদের দু’টি বৈঠকের দূরত্ব তত কমবে। আগে মাসে একটা বৈঠক হত। এখন সপ্তাহে একটা হচ্ছে। আগামীতে প্রতিদিন বৈঠকও হতে পারে।”