কলকাতা: হলদিরামের পর ময়দান, ব্যস্ত শহরে আবারও রাস্তার ধারে দেখতে পাওয়া গেল নিথর দেহ। নাম জানা যায়নি, ঠিকানাও নয়। শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে কলকাতাবাসী। গায়ে হালকা চাদর দিয়ে এদিন সকালে অনেকেই বেরিয়ে পড়েছিলেন ময়দানের কুয়াশায় হাঁটতে। প্রাতঃভ্রমণে গিয়ে রাস্তার ধার ধরে হাঁটেন অনেকেই। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণের সময়ই ড্রেনের ধারে গিয়ে থমকে যান পথচারীরা। উঁকি মারতেই তাঁরা বুঝতে পারেন ড্রেনে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ।
জুতো-জামা পরা এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় রাস্তার পাশের ড্রেন থেকে। ময়দানের কাছে, ডাফরিন রোডের ধারে পড়েছিল ওই দেহ। পথচারীরা দেখে চমকে যান। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় উদ্ধারের চেষ্টা করছে।
জনবহুল রাস্তায় এভাবে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এটাই প্রথম ঘটনা নয়। ঠিক দু দিন আগে শহরের আরও একটি জনবহুল রাস্তায় একইভাবে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ।
হলদিরাম বাসস্ট্যান্ডে সকাল-সন্ধ্যায় বহু মানুষ যাতায়াত করেন। সেই বাসস্ট্যান্ডের ফুটপাথেই পড়েছিল এক যুবকের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বাগুইআটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেই দেহও পাওয়া গিয়েছিল একেবারে কাকভোরেই। প্রাথমিকভাবে তাঁর শরীরে নিডল ইনজেক্ট করার চিহ্ন দেখে পুলিশ আন্দাজ করেছিলেন মাদক সেবন করেছিলেন ওই যুবক।
দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে কি না, সেটাও স্পষ্ট নয়। ব্যস্ত রাস্তায় পরপর এমন ঘটনায় ছড়াচ্ছে আতঙ্ক।