Kolkata: ফের শহরে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ব্য়াপক চাঞ্চল্য লেদার কমপ্লেক্সে

Kolkata: যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানেই মাটিতে পড়েছিল চাপ চাপ রক্ত। পাশে ছিল জুতো, মানিব্যাগ, রুমাল। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে কাঁটাতলা থেকে নমুনাও সংগ্রহ করা হচ্ছে।

Kolkata: ফের শহরে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ব্য়াপক চাঞ্চল্য লেদার কমপ্লেক্সে
চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 17, 2025 | 2:59 PM

কলকাতা: যুবকের গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায়। এদিন সকালে নলবনের বাঁধের উপরে এক হোটেল কর্মীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। গলা কেটেই খুন করা হয়েছে ওই যুবককে, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। 

যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানেই মাটিতে পড়েছিল চাপ চাপ রক্ত। পাশে ছিল জুতো, মানিব্যাগ, রুমাল। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে কাঁটাতলা থেকে নমুনাও সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বড় টিম। 

ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে এলাকার বাসিন্দাদের মধ্য়ে। মৃত্যুর আসল কারণ খুঁজতে এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত যুবকের কোথায় বাড়ি, কাদের সঙ্গে পরিচয় ছিল, সবই তদন্ত করে দেখছে পুলিশ। খুনের পিছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত।