Behala: পড়ে আছে কুকুর-বিড়ালের কাটা হাত-পা, প্যাকেটে উড়ছে পোকা, বেহালার শেল্টারে যা চলছিল…

Behala: স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই সেন্টার চালানোর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকতে পারে। যারা সেন্টার চালাচ্ছিল, এলাকাবাসী তাদের ধরে মারধর করে বলে অভিযোগ।

Behala: পড়ে আছে কুকুর-বিড়ালের কাটা হাত-পা, প্যাকেটে উড়ছে পোকা, বেহালার শেল্টারে যা চলছিল...
বেহালায় মিলল কুকুর-বিড়ালের দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2025 | 12:52 PM

বেহালা: কুকুর-বিড়ালের আশ্রয় বা শেল্টার খুলেছিলেন এক ব্যক্তি। বেহালায় চলছিল সেই শেল্টার। কিন্তু দুর্গন্ধ ছড়ানোতেই সন্দেহ বাড়ে। আজ, মঙ্গলবার এত বেশি পচা গন্ধ বেরতে শুরু করে যে পশুপ্রেমী সংগঠন গিয়ে হাজির হয়। সেই ঘরের ভিতর থেকে বেরোল একাধিক কুকুর-বিড়ালের দেহ। হাত-পা কাটা দেহ পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

বেহালার পর্ণশ্রী সাগর মান্না রোডের একটি বাড়িতে দেড় মাস ধরে কুকুর এবং বিড়ালের আশ্রয় কেন্দ্র চালাচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। প্রতিবেশীদের দাবি, বেশ কয়েকদিন ধরেই এই শেল্টারের ভিতর থেকে পচা গন্ধ বেরচ্ছিল। স্থানীয় মানুষজন জিজ্ঞেস করলেও কেউ কোনও উত্তর দিচ্ছিল না। সোমবার রাতে এলাকায় মানুষজন জোর করে ওই শেল্টারের ভিতর ঢুকে পড়ে।

ভিতরে ঢুকে তাঁদের চোখ কপালে। একাধিক মৃত কুকুর এবং বিড়ালের বাচ্চা পড়ে রয়েছে ভিতরে! চারিদিকে রক্ত পড়ে রয়েছে। আরও অভিযোগ, একাধিক কুকুরের শাবকদের বডি পার্টস কাটা অবস্থায় পড়েছিল অনেক জায়গায়। শুধু তাই নয়, সেগুলি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়ায়, সেগুলিতে পোকা হয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই সেন্টার চালানোর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকতে পারে। যারা সেন্টার চালাচ্ছিল, এলাকাবাসী তাদের ধরে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে পর্ণশ্রী থানার পুলিশ গিয়ে অভিযুক্ত কর্মীদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে বেশ কিছু পশুপ্রেমী সংগঠন ঘটনাস্থলে যায়।

পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করতে চাইলেও কোনওরকম অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি পশুপ্রেমী সংগঠনগুলির। এমনকী যারা এই শেল্টার চালাত, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজন চায় শেল্টারের পিছনে কী কী কাজ হত, কেন কুকুরের বডি পার্টস আলাদা করা হল, তা নিয়ে তদন্ত করতে হবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে পর্ণশ্রী থানার তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।

ঘটনাস্থলে যায় ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র। তাঁর সন্দেহ ওই শেল্টার থেকে কুকুর-বিড়ালের মাংস পাচার হত! বেশ কিছু কুকুর-বিড়ালকেও উদ্ধার করা হয়েছে।