Body Recovered: ঘরের ভিতর থেকে উদ্ধার স্বামীর দেহ, স্ত্রী যা বললেন…

সনি ব্যবসা করতেন। কয়েক বছর আগে পুনিতা সিংকে বিয়ে করেন সনি। কিন্তু বিয়ের পর থেকেই একাধিক ইস্যুতে তাঁদের মধ্যে অশান্তি হত বলে অভিযোগ। ইদানীং সেই অশান্তিতে রাকেশ পাসোয়ান নামে একজনের প্রবেশ করেন। সম্পর্কে পুনিতার ভাসুর হন। অভিযোগ, তাঁদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেটা মেনে নিতে পারছিলেন না সনি।

Body Recovered: ঘরের ভিতর থেকে উদ্ধার স্বামীর দেহ, স্ত্রী যা বললেন...
মৃত যুবক সনি সিংImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 12:58 PM

কলকাতা: ঘরের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সরশুনা রাম রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সনি সিং(৩৪)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের দিদির অভিযোগের তির স্ত্রীর দিকে। তাঁর অভিযোগ, স্ত্রীই খুন করে সনিকে ঝুলিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্ত্রীর দাবি, আত্মহত্যা করেছেন তাঁর স্বামী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সনি ব্যবসা করতেন। কয়েক বছর আগে পুনিতা সিংকে বিয়ে করেন সনি। কিন্তু বিয়ের পর থেকেই একাধিক ইস্যুতে তাঁদের মধ্যে অশান্তি হত বলে অভিযোগ। ইদানীং সেই অশান্তিতে রাকেশ পাসোয়ান নামে একজনের প্রবেশ করেন। সম্পর্কে পুনিতার ভাসুর হন। অভিযোগ, তাঁদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেটা মেনে নিতে পারছিলেন না সনি।

তাতে দুজনের দাম্পত্যের আরও অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁদের ছেলে বারবার তাঁদেরকে জানাতেন, স্ত্রী তাঁর ওপর মানসিক অত্যাচার করেন। তাঁকে অত্যাচারও করতেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সরশুনা থানায় পুনিতা সিং এবং রাকেশ পাসওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্ত্রী পুনিতার দাবি, তাঁর স্বামী রোজই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতেন। ফিরেই তাঁর সঙ্গে অশান্তি করতেন, স্বামীর ওপরেই পাল্টা অত্যাচারের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর স্বামী আত্মহত্যাই করেছেন বলে পাল্টা দাবি তাঁর।