কলকাতা: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন না অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta) মা পিয়া। তবে তাঁর সাফাই, অভিনয়ের জন্যই সেই টাকা নিয়েছিলেন বনি। সিনেমা প্রযোজনা করার কথা বলাতেই নাকি কুন্তলের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলেন বনি। তবে বনি কি একাই? নাকি ইন্ডাস্ট্রির আর কারও সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের? TV9 বাংলার মুখোমুখি হয়ে পিয়া সেনগুপ্ত বলেন, ‘কুন্তলের সঙ্গে অনেক বড় বড় শিল্পীদের পরিচয় ছিল, আস্তে আস্তে হয়ত সবই জানা যাবে।’ অভিনেতার মা জানিয়েছেন, প্রযোজনার শখ অনেকদিন ধরেই ছিল কুন্তলের। মিউজিক ভিডিয়োও বানিয়েছিলেন তিsনি।
পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, টলিউডে শুধু বনির সঙ্গে কুন্তলের যোগাযোগ হয়েছিল এমনটা নয়। কুন্তল প্রযোজিত মিউজিক ভিডিয়োতে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কাজ করতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। পিয়া দেবী বলেন, ‘সেই ভিডিয়োর ক্যাসেট রিলিজে অনেক অভিনেতা, অভিনেত্রীকে উপস্থিত থাকতে দেখেছি। টলিপাড়ার অনেকের সঙ্গেই ঘোরাফেরা ছিল। অনেক বড় বড় শিল্পীদের সঙ্গেও পরিচয় আছে, আস্তে আস্তে হয়ত সবই জানা যাবে।’
বনির মা পিয়া দেবী জানিয়েছেন, সিনেমায় অভিনয় করানোর জন্য অগ্রিম হিসেবে যে টাকা বনি নিয়েছিলেন, তা বনি নিজের অ্যাকাউন্টে নেননি। তাঁর দাবি, ২০১৭ সালে যখন অফার এসেছিল, তখন বনি একটি রেঞ্জ রোভার গাড়ি কিনছিলেন। সেই গাড়ি সংস্থার অ্যাকাউন্টেই সরাসরি টাকা দিয়েছিলেন কুন্তল। পিয়া দেবী মনে করছেন, গাড়িটি বনির নামে থাকায়, ডাক পড়েছে তাঁর।
টাকা যে কারণেই নেওয়া হয়ে থাক না কেন, বনি যে টাকা নিয়েছিলেন, এ কথা এক প্রকার মেনেই নিয়েছেন পিয়া সেনগুপ্ত। আর বনি যে গোয়েন্দাদের মুখোমুখি হয়ে সোজাসুজি উত্তর দেবেন, সে বিষয়েও নিশ্চিত তিনি। তবে প্রশ্ন একটাই, বনির সূত্র ধরে কি এবার টলিপাড়ার অন্দরেও পৌঁছে যাবেন গোয়েন্দারা?