ভুয়ো ভোটার খুঁজতে এবার ভোটের ময়দানে ‘বুথ অ্যাপ’

Feb 06, 2021 | 12:44 PM

ভোট বুথের প্রতিটি তথ্যের পুঙ্খানুপুঙ্খ কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে।

ভুয়ো ভোটার খুঁজতে এবার ভোটের ময়দানে বুথ অ্যাপ
এবার বাংলায় আসছে বুথ অ্যাপ।

Follow Us

কলকাতা: উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের পর এবার বাংলায় আসছে বুথ অ্যাপ। ভুয়ো ভোটারকে খুঁজে দিতেই এই বিশেষ অ্যাপের ব্যবহার করা হবে। ভোটার সঠিক কি না তা বুঝতে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি নাম খুঁজতে হয়। প্রতি দু’ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার থেকে সেই কাজ করে দেবে বুথ অ্যাপ। একইসঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে লাইন কতটা লম্বা রয়েছে, তাও ভোটাররা জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

কী সুবিধা এই বুথ অ্যাপের

অনেক সময় ভুল নথিকরণ কিংবা ম্যানুয়াল এন্ট্রির কারণে ভোটদানের সময় ছোটখাটো ভুল হয়ে যায়। বুথ অ্যাপ সেই ত্রুটি দূর করবে। একইসঙ্গে দিনের শেষে কতজন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার নির্ভুল তালিকাও উঠে আসবে।

কীভাবে কাজ করবে অ্যাপটি

ভোটারদের যে স্লিপ দেওয়া হয় সেখানে থাকে কিউআর কোড। বুথ অ্যাপের মাধ্যমে তা স্ক্যান করে নথি মেলান বুথ স্তরের অফিসাররা। এরপরই ভোটারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পোলিং আধিকারিকরা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফের কিউআর কোডটি স্ক্যান করেন। তারপরই ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়।

মূলত ভোট বুথের প্রতিটি তথ্য কমিশনের কাছে পৌঁছে দেওয়াই বুথ অ্যাপের কাজ হবে। একইসঙ্গে ভোটের লাইন কতটা দীর্ঘ তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন ভোটাররা।

Next Article