College Admission: কলেজে ভর্তি শুরু হচ্ছে কবে, জানালেন ব্রাত্য বসু

College Admission: ২০২৪-এও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলিতে ভর্তি নেওয়া হয়। ফলে সেমিস্টারের অনেকগুলো দিন নষ্ট হয়। পড়ুয়াদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। এবারও তেমনটা হবে না তো?

College Admission: কলেজে ভর্তি শুরু হচ্ছে কবে, জানালেন ব্রাত্য বসু
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 10, 2025 | 1:50 PM

কলকাতা: প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কলেজে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা। জুন মাসের ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আজ, মঙ্গলবার কলেজে ভর্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

বিধানসভায় এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, গত বছর ১৯ জুন শুরু হয়েছিল কলেজে ভর্তির প্রক্রিয়া। এবছর তার আগেই অনলাইন পোর্টাল খুলে যাবে বলে আশাবাদী তিনি। ব্রাত্য বসু বলেন, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে। ইউজিসি-র যে গাইডলাইন আছে, সেটা মেনেই সবটা করা হচ্ছে। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেটা চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।”

বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক ভর্তি সংক্রান্ত প্রশ্ন করলে জবাবে এ কথা জানান ব্রাত্য বসু। ২০২৪-এও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলিতে ভর্তি নেওয়া হয়। ফলে সেমিস্টারের অনেকগুলো দিন নষ্ট হয়। পড়ুয়াদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। এবারও তেমনটা হবে না তো? আশঙ্কায় রয়েছেন পড়ুয়ারা। অন্যদিকে, হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলা চলায় সেই সংরক্ষণের জটিলতাও একটা বড় কারণ হয়ে উঠেছে।