
কলকাতা: চলতি মাসেই কেটে যাবে সব জট। সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। ২৮ অগস্টের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন নিয়ে একটি জটিলতা তৈরি হয়। শিক্ষা দফতরের আবেদন সত্ত্বেও দিন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন শান্তা দত্ত। আর সেই পরীক্ষার দিন ২৮ অগস্ট। তার আগেই কি বদল হবে উপাচার্য!
২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর সে দিনই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি এবং বিকম চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্য উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধিরা পরীক্ষার দিন বদলাতে তাঁকে অনুরোধ করলেও তিনি রাজি হননি। সেই দিন নিয়েই তৈরি হয় জটিলতা।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই পরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৮ অগস্টের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিতের সার্চ কমিটি উপাচার্য ঠিক করার প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। ১৯টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দে সায় দেননি রাজ্যপাল তথা আচার্য।