Bratya Basu: ‘এসএসসি বেতন নিশ্চিত করবে, আর তাদেরই কাজ করতে দেবেন না!’, আন্দোলনকারীদের বললেন ব্রাত্য
Bratya Basu: মন্ত্রীর দাবি, এসএসসি-র চেয়ারম্যানকে খেতে দেওয়া হচ্ছে না , কাজ করতে দেওয়া হচ্ছে না। তবে পরে আন্দোলনকারীদের সুর নরম হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

কলকাতা: এমন কিছু করবেন না, যাতে পুনর্নির্বিবেচনার আর্জি জানাতে কোনও অসুবিধা হয়। চাকরিহারাদের মঙ্গলবার একথাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি দফতরে কেন আধিকারিকদের আটকে রাখা হল, সেই প্রশ্নও তুলেছেন ব্রাত্য। তাঁর দাবি, চাকরি বহাল রাখা বা বেতন দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করছে শিক্ষা দফতর। তাই আন্দোলন থেকে বিরত হওয়ার বার্তা দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের চাকরি পর্ষদ নিশ্চিত করবে, এসএসসি বেতন নিশ্চিত করবে, আর তাদেরই আপনারা কাজ করতে দেবেন না।” তিনি আরও বলেন, “কারা স্কুলে যেতে পারবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। যাদের বলা হচ্ছে ‘নন-টেন্টেড’। সেই অনুযায়ীই আমরা এগোচ্ছি। এটাকে নিয়ে জলঘোলা করে রিভিউ পিটিশনে বিপদ টেনে আনছে।”
মন্ত্রীর দাবি, এসএসসি-র চেয়ারম্যানকে খেতে দেওয়া হচ্ছে না , কাজ করতে দেওয়া হচ্ছে না। তবে পরে আন্দোলনকারীদের সুর নরম হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ব্রাত্য বসু জানিয়েছেন, ১৭,২০৬ জন যে যোগ্য তা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। মন্ত্রী বলেন, “আমাদের সেই ক্ল্যারিফিকেশন অনুযায়ী, যোগ্য শিক্ষকরা কাজে ফিরুন।”
