Indranuj Roy JU Student: ‘উনি খুব অনুতপ্ত…’, শিক্ষামন্ত্রী ফোন করে খোঁজ নিতেই বললেন আহত ইন্দ্রানুজের বাবা

Indranuj Roy JU Student: ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। মঙ্গলবার, টিভি৯ বাংলাকে সেই ফোনালাপের কথা জানালেন খোদ ইন্দ্রানুজের বাবা অমিত রায়।

Indranuj Roy JU Student: উনি খুব অনুতপ্ত..., শিক্ষামন্ত্রী ফোন করে খোঁজ নিতেই বললেন আহত ইন্দ্রানুজের বাবা

| Edited By: Avra Chattopadhyay

Mar 04, 2025 | 1:15 PM

কলকাতা: শনিবার যাদবপুরের অশান্তির মাঝে শিক্ষামন্ত্রীর ‘গাড়ির ধাক্কায়’ আহত হয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের এক প্রথমবর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। বলা চলে, সেই দিন ছাত্রভোটের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বাম ও অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা প্রতিবাদে নামলেও ইন্দ্রানুজ হয়ে ওঠেন তুঙ্গ পরিস্থিতি সূচনার মাধ্য়ম। তারপর থেকে গঙ্গা হয়ে বয়ে গিয়েছে কত জল। যাদবপুর দেখেছে, বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ, আঘাত-প্রত্যাঘাত।

এখন জট কাটিয়ে পরিস্থিতি কিছুটা শিথিল। নিজেদের তরফ থেকে মিটিং, মিছিল নামিয়ে শাসকদলের বিরোধিতায় বামেরা সরব হলেও, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতেই কৌশলী পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শিবির। আর কৌশলী আবহেই আবার ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। মঙ্গলবার, টিভি৯ বাংলাকে সেই ফোনালাপের কথা জানালেন খোদ ইন্দ্রানুজের বাবা অমিত রায়।

শিক্ষামন্ত্রীর সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে তাঁর? এদিন ইন্দ্রানুজের বাবা জানান, ‘গতকাল সন্ধ্য়ায় শিক্ষামন্ত্রীর সঙ্গে মোট দু-তিন মিনিট ফোনে কথা হয়েছে। যাদবপুরে সেদিন যা ঘটেছে, তা নিয়ে উনি অনুতপ্ত। পাশাপাশি, এই ঘটনায় উনি কষ্ট পেয়েছেন, বলেও জানান আমাকে।’

ফোনালাপে ইন্দ্রানুজের সঙ্গে দেখা করারও ইচ্ছাপ্রকাশ করেন শিক্ষামন্ত্রী, দাবি আহতের বাবার। তাঁর কথায়, ‘ইন্দ্রানুজ তাঁর কাছে সন্তানসম। এই ঘটনায় উনি এবং ওনার মিসেসও খুব কষ্ট পেয়েছেন বলেই জানালেন। পাশাপাশি, ইন্দ্রানুজ সুস্থ হলে, উনি আমাদের বাড়িতে এসে দেখা করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্দ্রানুজের বিরুদ্ধে দায়ের হওয়া FIR গুলি নিয়ে উনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।’

এদিন শিক্ষামন্ত্রীর ‘শিষ্টাচার’ দেখে খুশি ইন্দ্রানুজের বাবা। তার পাশাপাশি তিনি ইঙ্গিতও দেন যে, ‘শিষ্টাচার দেখে ভাল লেগেছে। তবে এটা আই ওয়াস কিনা জানি না কারন এত বড় একটা আন্দোলন চলছে, সেই জন্যও হতে পারে।’