West Bengal News Today Live: শুনানি কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক

Breaking News in Bengali Live Updates: ভার্চুয়াল বৈঠকেই কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, সোমবারেই কমিশনের তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠাবেন তিনি। কিন্তু কোন সুবাদে এই প্রতিনিধি দল পাঠাতে চলেছেন অভিষেক?

West Bengal News Today Live: শুনানি কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক
সি মুরুগানImage Credit source: নিজস্ব চিত্র

|

Dec 29, 2025 | 2:49 PM

LIVE NEWS & UPDATES

  • 29 Dec 2025 02:49 PM (IST)

    শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি

    • নন্দীগ্রামে সদলে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদি কর্মীরা
    • রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২ ব্লকের কমিউনিটি হলে খোদামবাড়ি ২ অঞ্চল তৃণমূলের কর্মসূচি ছিল
    • সেখানেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন
    • বিজেপি ছেড়ে এদিন প্রায় চল্লিশজন আদি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের
  • 29 Dec 2025 02:32 PM (IST)

    বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক

    •   মগরাহাটে একটি শুনানি কেন্দ্রে গিয়ে নথি খতিয়ে দেখছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সেখানে গিয়ে ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
    • এসআইআর-এর শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তাঁরা। কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না বিএলএ- ২ রা, সেটা নিয়েও বিক্ষোভ দেখানো হয়।
    • বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি গিয়ে কেন হিয়ারিং করা হচ্ছে না, সেটাও প্রশ্ন করা হয়।
    • খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উস্থি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।
  • 29 Dec 2025 01:50 PM (IST)

    ডানকুনিতে মিমের কর্মসূচি

    • কোনও সভা-সমাবেশ, মাইকিং নয়। শীতে দুঃস্থদের কম্বল, শীতবস্ত্র প্রদান। হুগলিতে মিমের কর্মসূচি ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
    • রাজনৈতিক মহল বলছে, ‘মিমের’ বাড়বাড়ন্তে কি তৃণমূলের ওপর চাপ বাড়ছে?
    • ছাব্বিশের নির্বাচনের আগে এরাজ্যে বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করে দিয়েছে মিম।
    • এবার হুগলির ডানকুনিতেও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মিমের কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
  • 29 Dec 2025 12:33 PM (IST)

    শুনানি বন্ধ করলেন বিধায়ক

    • এসআইআর-এর শুনানির মাঝে বিএলএ ২-দের ঢুকতে বাধা। কিন্তু তাঁদের ঢোকানোর জন্য বিধায়কের গা জোয়ারি।
    • তাই নিয়ে উত্তেজনা চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি।
    • তাঁর হুঁশিয়ারি, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের।
    • আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। ফিরে এসে নিজের অফিস থেকে সরাসরি ফোন করে এসডিও-র কাছে।
  • 29 Dec 2025 11:16 AM (IST)

    মুরুগানকে নিরাপত্তায় নয়

    পাইলট ছাড়াই মগরাহাটে উস্তিতে যেতে হচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে। স্বচক্ষে শুনানি খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি। কিন্তু তাঁর জন্য এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে প্রশাসন।

  • 29 Dec 2025 11:13 AM (IST)

    রাজ্যে আসছেন শাহ

    সাংগঠনিক বৈঠক করতে সোমবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। যা ঘিরে উৎসুক গেরুয়া শিবির। কী বার্তা দেন অমিত শাহ, রাজনীতির কারবারিদের নজর রয়েছে সেই দিকেই।

    অমিত শাহ

  • 29 Dec 2025 11:10 AM (IST)

    SIR-এর শুনানির তৃতীয় দিন

    আজ তৃতীয় দিনে পা দিল SIR শুনানি। রাজ্য়ের নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে শুনানি। প্রথম পর্যায়ে ‘নো-ম্যাপিং’ ভোটারদেরই তলব করেছে নির্বাচন কমিশন। চাওয়া হচ্ছে যাবতীয় নথি। শুনানি কেন্দ্রে সংগ্রহ করা হচ্ছে প্রথম সই। তারপর কমিশনের পোর্টালে আপলোড করে চলছে যাচাই। দেখা হচ্ছে যাবতীয় নথিও।

  • 29 Dec 2025 11:08 AM (IST)

    শুনানিতে থাকতে হবে বিএলএদের

    এবার বিএলএ-দের কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ভার্চুয়াল বৈঠকে শুনানিতে কোনও রাজনৈতিক প্রতিনিধি থাকার পক্ষে সওয়াল করেছেন অভিষেক। সূত্রের খবর, অভিষেক বলেছেন, ‘বিএলএ-২ দের শুনানিতে জায়গা দিতে হবে। কমিশন কেন ঢুকতে দেবে না? বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য?’

কলকাতা: দলের বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, সোমবারেই কমিশনের তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠাবেন তিনি। কিন্তু কোন সুবাদে এই প্রতিনিধি দল পাঠাতে চলেছেন অভিষেক?

রাজ্য়ের শাসক শিবিরের নজরে SIR শুনানি। বয়স্কদের হয়রানি রুখতেই এই প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। অভিষেকের অভিযোগ, ‘সব বাংলাকে টার্গেট করে করছে। এখানে কম নাম বাদ গিয়েছে। তারপরও বাংলাকে হেনস্থা করতে এই সকল ব্যবস্থা। বয়স্কদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে। তাঁদের ভোট যদি বাড়ি থেকে নেওয়া হয়, তা হলে হিয়ারিংও বাড়িতে গিয়ে করুন।’