West Bengal News Today Live: যুবভারতী-কাণ্ডে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু, পুলিশ হেফাজতে শতদ্রু

Breaking News in Bengali Live Updates: শনিবারই গ্রেফতার করা হয়েছে মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা হয়েছে। রবিবার মাঠ পরিদর্শনে যাবে বিশেষ কমিটি।

West Bengal News Today Live: যুবভারতী-কাণ্ডে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু, পুলিশ হেফাজতে শতদ্রু
Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 14, 2025 | 10:32 PM

শনিবার নজিরবিহীন ছবি দেখেছে গোটা দেশ। লিওনেল মেসির উপস্থিতিতেই বিশৃঙ্খলার অভিযোগ সামনে আসে। মাঠ ছাড়তে হয় ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে। ক্ষোভের আগুনে জ্বলতে থাকে যুবভারতী। সেই ঘটনায় শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Dec 2025 10:32 PM (IST)

    যুবভারতী-কাণ্ডে বড় কথা বলে দিলেন কুণাল

  • 14 Dec 2025 04:47 PM (IST)

    ‘আমি তো শুধু আয়োজন করেছি’, কোর্টে বললেন শতদ্রু

    যুবভারতীর ঘটনায় ধৃত শতদ্রুর দত্তের চোদ্দ দিনের পুলিশের হেফাজত। বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে। রবিবার আদালতে কী হয়েছে? কী কী সওয়াল-জবাব চলল?

    কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনও ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। কারণ, এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক। তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের।

  • 14 Dec 2025 01:58 PM (IST)

    যুবভারতী-কাণ্ডে প্রশ্ন তুললেন শুভেন্দু

    • এফআইআর-এ অনেক ফাঁকফোকর রয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
    • বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, কীভাবে জলের বোতল ভিতরে ঢুকল?
    • আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।
  • 14 Dec 2025 12:53 PM (IST)

    আদালতে শতদ্রু

    • আদালতে তোলা হল মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে।
    • মুখ ঢেকে গাড়ি থেকে নামেন তিনি।
    • তিনি আদালতে প্রবেশ করতেই বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
  • 14 Dec 2025 11:50 AM (IST)

    যুবভারতীতে তদন্ত কমিটি

    • শনিবারের ঘটনার পরই তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
    • রবিবার সকালে সেই কমিটি মাঠ পরিদর্শন করতে পৌঁছে গেল।
    • এদিন যুবভারতীতে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।
    • তদন্ত কমিটির শীর্ষে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ও উপস্থিত হচ্ছেন সেখানে।

    যুবভারতীতে মুখ্যসচিব

  • 14 Dec 2025 11:32 AM (IST)

    মুর্শিদাবাদে অধিকার যাত্রা করবে মিম

    • ছাব্বিশের ভোটের আগে নজর মুর্শিদাবাদ-মালদহ। কারণ, মিম (AIMIM) যে বাংলায় ঢুকে গেছে আর ভোটের আগে নিজেদের শক্তি বৃদ্ধি করছে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহের মধ্যেই এবার মুর্শিদাবাদ জেলাজুড়ে শুরু হচ্ছে AIMIM-এর অধিকার যাত্রা।
    • ‘অধিকার যাত্রার’ মাধ্যমে মানুষের ন্যায্য দাবি,বঞ্চনা ও অধিকারকে সামনে রেখে শক্তিশালী আন্দোলনের বার্তা দেওয়া হবে।
    • ঐতিহাসিক যাত্রায় উপস্থিত থাকবেন AIMIM-এর রাজ্য সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ। নেতৃত্বের এই শক্তিশালী উপস্থিতি অধিকার যাত্রাকে আরও বলিষ্ঠ ও গতিশীল করবে।
  • 14 Dec 2025 10:55 AM (IST)

    দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ সংখ্যালঘুদের

    • শনিবার রাতে এক কর্মসূচিতে খড়গপুর শহরের এক নম্বর মন্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন।
    • খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ওই এলাকার ২-৩টি ওয়ার্ডে মুসলিমের সংখ্যা বেশি আছে।
    • তিনি বলেন, “ওই ওয়ার্ডগুলোতে আমরা ভোট পাই না, সেখানে বুথ কমিটিও ছিল না। বিএলএ নেই। সেখানে এবার বুথ কমিটি তৈরি হয়েছে। এসআইআর-এ কাজও হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন যোগ দিয়েছেন। মুসলিমরাও বুঝেছে বিজেপিই বিকল্প।”
  • 14 Dec 2025 10:19 AM (IST)

    যুবভারতীর ঘটনায় ফের তোপ শুভেন্দু অধিকারীর

    • শনিবার যুবভারতীর ভাঙচুরের ছবি প্রকাশ হয়েছে বিদেশের একাধিক সংবাদমাধ্যমে।
    • মেসির ভারত সফরের শুরুতেই কী ঘটনা ঘটেছে, তা তুলে ধরা হয়েছে গার্ডিয়ান, বিবিসি-র মতো সংবাদমাধ্যমে।
    • সেই ছবি তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।