
শনিবার নজিরবিহীন ছবি দেখেছে গোটা দেশ। লিওনেল মেসির উপস্থিতিতেই বিশৃঙ্খলার অভিযোগ সামনে আসে। মাঠ ছাড়তে হয় ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে। ক্ষোভের আগুনে জ্বলতে থাকে যুবভারতী। সেই ঘটনায় শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক তরজা।
যুবভারতীর ঘটনায় ধৃত শতদ্রুর দত্তের চোদ্দ দিনের পুলিশের হেফাজত। বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে। রবিবার আদালতে কী হয়েছে? কী কী সওয়াল-জবাব চলল?
কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনও ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। কারণ, এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক। তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের।
যুবভারতীতে মুখ্যসচিব
International Embarrassment !!!
Mamata Banerjee’s Administration’s epic failure at the Salt Lake Stadium has turned Kolkata into a ‘global laughingstock’. She and her inefficient Ministers, who turned the public event into an exclusive private function with access to only a… pic.twitter.com/jP9Q1QTHHI
— Suvendu Adhikari (@SuvenduWB) December 14, 2025