Purnam Shaw: ‘আমার সঙ্গে কী হয়েছে সেটা বলতে পারব না, শুধু…’, পাকিস্তানের আচরণ নিয়ে সুর চড়ালেন BSF পূর্ণম সাউ

Purnam Shaw: ২২ দিন ধরে পাকিস্তানের জেলে বন্দি ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। শুক্রবার রিষড়ায় তাঁর বাড়িতে ফেরেন। পরিবারের সঙ্গে দেখা হওয়ার পর আপাতত কিছুটা স্বস্তিতে আছেন তিনি।

Purnam Shaw: আমার সঙ্গে কী হয়েছে সেটা বলতে পারব না, শুধু..., পাকিস্তানের আচরণ নিয়ে সুর চড়ালেন BSF পূর্ণম সাউ
বিএসএফ জওয়ান পূর্ণম সাউImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2025 | 12:17 PM

রিষড়া: ভারত-পাকিস্তান অশান্তির আবহে সীমান্ত পার করে ভুল করে পাকিস্তানের দিকে চলে গিয়েছিলেন পূর্ণম সাউ। খবর না পেয়ে রিষড়া থেকে পাঠানকোটে ছুটে গিয়েছিল পূর্ণমের পরিবার। আদৌ ফেরানো সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিয়েছিল পরিবারে। অবশেষে শুক্রবার নদিয়ার রিষড়ার বাড়িতে পৌঁছেছেন পূর্ণম। স্ত্রী, সন্তান, বাবা-মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পাকিস্তান তাঁর সঙ্গে যা করেছে, সেটা বোধহয় কখনই ভুলতে পারবেন না তিনি।

২২ দিন পাকিস্তানে থাকার পরও সীমান্তে ফিরতে এতটুকু ভয় পাচ্ছেন না পূর্ণম। প্রশ্ন করতেই তিনি স্পষ্ট উত্তর দিলেন, “আমাদের আমাদের যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাতে ভয় পাওয়ার কোনও জায়গা নেই। যা কাজ দেওয়া হবে তাই করব। সীমান্তে তো প্রহরা দিতেই হবে।”

২২ দিন ধরে কী হল তাঁর সঙ্গে? কতটা অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁকে? সেই প্রশ্নে পূর্ণম জানালেন, প্রোটোকল অনুযায়ী তাঁর পক্ষে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে পাকিস্তানকে সামনে পেলে জবাব দিতে ছাড়বেন না তিনি।

পূর্ণম বলেন, “যা হয়েছে, তা বলতে পারব না। সেটা শুধু আমিই জানি। পাকিস্তান যখন সামনে আসবে, তখন দেখব কী করা যায়। ওদের লোক এলে বুঝিয়ে দেব।” তবে তিনি জানান, যে ফেরার আশা তাঁর ছিল না। ভেবেছিলেন আর কখনও ভারতে ফেরা হবে না। অবশেষে মা, বাবা, স্ত্রী-সন্তানের মুখ দেখতে পেয়ে পূর্ণম বলেন, “সবার আশীর্বাদে আমি বাড়িতে ফিরেছি।”